Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেবকে খোঁচা বিজেপির, পালটা দিলেন সাংসদও

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেবকে খোঁচা বিজেপির, পালটা দিলেন সাংসদও

কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয়। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই চর্চায় ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Master Plan)। ভাসতে ঘাটাল। ডুবছে স্থানীয় মানুষজনদের ঘর-বাড়ি। আর বন্যা হতেই ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হল না? সাংসদকে ‘ঢপবাজ’ বলেও কটাক্ষ করা হয়েছে। এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন দেব (Dev)। তিনি বুঝিয়ে দিলেন কেন্দ্রের অসহযোগিতার কারণেই ভোগান্তির শিকার ঘাটালের মানুষ।

এদিন দেব স্যোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, বিগত ১০ বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান এর সপক্ষে সওয়াল করে এসেছি । অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। 2024 রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট ( 500 কোটি) বরাদ্দ করে। ফেব্রুয়ারি 2025 থেকে কাজ শুরু হয়। এই মাস্টার প্ল্যান এ 78 কিমি + 52 কিমি নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ, ব্রিজ ,খাল কাটা, খালের সংস্করণ, কৃত্রিম নদী তৈরি করা, জমি অধিগ্রহণ সবই আছে। যার সময়সীমা কমপক্ষে ৪-৫ বছর।

আরও পড়ুন: কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জানাল AIIMS

বর্ষার শুরুতেই ভাসছে ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের একের পর এক গ্রাম। জলবন্দি প্রায় লক্ষাধিক মানুষ। বিজেপি বিধায়ক সোশাল মিডিয়ায় নিশানা করেন সাংসদ দেবকে। লেখেন, ‘এবার দেখবেন পাগলু ঘাটালে শ্যুটিং করতে আসবেন। আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? এনিয়ে দেব লেখেন, কেন্দ্রের কারণে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ আটকে থাকলেও মানুষ ভুল বুঝছে শাসকদলের জনপ্রতিনিধিকেই। ঘাটাল এ বন্যা হওয়ার পর মানুষের অভিমান যথারীতি জনপ্রতিনিধিদের উপরেই হবে। এই দুর্যোগের সময় সরকার এবং প্রশাসন আপনাদের পাশে সব সময় আছে।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News