Wednesday, July 2, 2025
Homeজেলার খবরডালখোলার পর সন্ধ্যায় ইসলামপুরেও শ্যুটআউট

ডালখোলার পর সন্ধ্যায় ইসলামপুরেও শ্যুটআউট

Follow Us :

পঞ্চায়েত ভোটের সময় থেকে উত্তপ্ত উত্তর দিনাজপুর। ডালখোলায় পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাইপো ও ছেলের বিরুদ্ধে গুলি চালানোর ঘটনার পরে ইসলামপুর ফের গুলি চলল (North Dinajpur Shootout)। গুলি চালনার ঘটনায় আহত দুই তৃণমূল কর্মী। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কাপরাঙা গ্রামে কয়েকজন দুষ্কৃতী দুই তৃণমূল কর্মীর উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। অভিযুক্তরা চোপড়া বিধায়ক হামিদুল রহমানের অনুগামী বলেই জানান প্রতক্ষদর্শীরা। গুলিবিদ্ধ দু’জনই বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর থেকে গোটা এলাকা পুলিশে ঘিয়ে রয়েছে।

আরও পড়ুন: হাসপাতাল ফেরত প্রসূতির রাস্তাতেই অ্যাম্বুল্যান্সে সন্তান প্রসব

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে জেলা সভাপতি গোষ্ঠীর সঙ্গে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান গোষ্ঠীর বিবাদ চলছে। পঞ্চায়েত দখলের লক্ষ্যে কানাইয়া গোষ্ঠীর দুই পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁরা গোপন ডেরা থেকে পালিয়ে আসেন।

এরপরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে যখন তাঁরা বাড়ি ফিরছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মজিবুল হক ও বদরুল হক নামে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39