Wednesday, July 2, 2025
HomeখেলাT20 World Cup: এবার কলকাতায় সিনেমা হলে LIVE টি২০ বিশ্বকাপের ম্যাচ দেখা...

T20 World Cup: এবার কলকাতায় সিনেমা হলে LIVE টি২০ বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে

Follow Us :

টি২০ বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। কলকাতাতেও টি২০ বিশ্বকাপ নিয়ে আগ্রহ বাড়ছে। আর সেই আগ্রহকে কাজে লাগাতে নেমে পড়ল সিনেমা হল কর্তৃপক্ষ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সব ম্যাচ দেখা যাবে একটি সংস্থার কলকাতার সিনেমা হলগুলিতে বসে। সিনেমা হলে বসে বড় পর্দায় শাহরুখ খান, দেবদের সিনেমার পরিবর্তে বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলা দেখতে পাবেন দর্শকরা। 

কোয়েস্ট মল, সাউথ সিটি মল এবং ফোরাম মলে টি-২০ বিশ্বকাপের খেলা দেখানো হবে। টিম ইন্ডিয়ার গ্রুপ পর্বের সব ম্যাচের পাশাপাশি দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল দেখানো হবে কলকাতার এই তিনটি মাল্টিপ্লেক্সে। খুব তাড়াতাড়ি বড় পর্দায় বিশ্বকাপ দেখার অনলাইন টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। সিনেমা হলে বসে বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতাটা দারুণ হতে চলেছে দাবি হল কর্তৃপক্ষের। করোনা পরবর্তী সময়ে সিনেমা হলে মানুষের ভিড় ফেরানোর নানা চেষ্টা করা হচ্ছে। এবার বড় পর্দায় মানুষের আগ্রহ ফেরাতে হলিউড-বলিউড-টলিউডের পাশাপাশি বাইশ গজের দ্বারস্থ হল মালিকরা।

আরও পড়ুন-Kolkata Tour: এক টিকিটেই কলকাতার সব দর্শনীয় স্থান, নয়া উদ্যোগ পর্যটন দফতরের

আগামী রবিবার ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের টি২০ বিশ্বকাপ অভিযান। সুপার ১২ পর্বে গ্রুপ পর্বে টিম ইন্ডিয়া মোট ৫টা ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়ার ম্যাচগুলি হল পাকিস্তান (২৩ অক্টোবর), কোয়ালিফায়ার দল (২৭ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (৩০ অক্টোবর),  বাংলাদেশ (২ নভেম্বর), কোয়ালিফায়ার দল (৬ নভেম্বর)।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39