Tuesday, July 1, 2025
Homeরাজ্যWB Madrasah Result 2023 | হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল...

WB Madrasah Result 2023 | হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ হল 

Follow Us :

কলকাতা: শনিবার সকাল ১০.৩০ টাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিচালিত হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ২০২৩ সালের ফল প্রকাশ হল। হাই মাদ্রাসা, আলিম, ফাজিল মিলিয়ে মেধাতালিকাতে আছে ৩৭ জন। এর মধ্যে ১০ ছাত্রী এবং ২৭ জন ছাত্র রয়েছে।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড পাশের হার পূর্ব মেদিনীপুর ৯৮.০৭, আলিপুর ৯৭.৮৯, উত্তর ২৪ পরগনা ৯৩.৯৬। আলিম পরীক্ষায় জেলা ভিত্তিক হুগলি প্রথম স্থান। দ্বিতীয় কোচবিহার, তৃতীয় উত্তর ২৪ পরগনা। চতুর্থ পূর্ব বর্ধমান। পঞ্চম দক্ষিণ ২৪ পরগনা। ষষ্ঠ হাওড়া। সপ্তম পশ্চিম মেদনীপুর। অষ্টম দক্ষিণ দিনাজপুর। কলকাতা পিছিয়ে আছে আলিম পরীক্ষার ফলের ক্ষেত্রে।

ফাজিলে ১০০ শতাংশ পাশ করেছে কোচবিহার। জেলা ভিত্তিক দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর। তৃতীয় উত্তর ২৪ পরগনা। চতুর্থ দক্ষিণ দিনাজপুর। পঞ্চম মালদা। ষষ্ঠ দক্ষিণ ২৪ পরগনা। সপ্তম হাওড়া। অষ্টম পূর্ব মেদনীপুর। নবম উত্তর দিনাজপুর।

আরও পড়ুন: Uttarakhand News | বিজেপি নেতার মেয়ের সঙ্গে মুসলিম ছেলের বিয়ে, বিতর্ক দলের অন্দরে  

হাই মাদ্রাসায় ৩৮৪৪৫ জন পরীক্ষায় বসে, তার মধ্যে ১২৯৩৯ জন ছেলে পাস করেছে মেয়ের সংখ্যা ২৫ হাজার ৫০৬। মোট পাশের হার ৮৮.০৯ শতাংশ। আলিম পরীক্ষায় বসেছেন ৯২৯২ জন, তার মধ্যে ছেলের সংখ্যা ৪৪৩০ জন।  মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা তার মধ্যে ৪৮৬২ জন। মোট পাশের হার ৯০.৬৯ শতাংশ।  ফাজিল পরীক্ষার বসে ৫৮২৮ জন, তার মধ্যে ২৮৫১ জন ছেলে ও ২৯৭৭ জন মেয়ে। পাশের হার ৯১.১৫ শতাংশ।

হাই মাদ্রাসাতে দশের প্রথম মুর্শিদাবাদ আশিক ইকবাল, ৮০০-এর মধ্যে প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় মুর্শিদাবাদের নাসিরউদ্দিন মোল্লা। প্রাপ্ত নম্বর ৭৭৫। তৃতীয় মালদার মুক্তাদুর রহমান, প্রপ্ত নম্বর ৭৭৪। চতুর্থ মালদা রামনগর হাই মাদ্রাসা ইমরান আলি। প্রাপ্ত নম্বর ৭৭২। মুর্শিদাবাদ আইসিয়ার হাই মাদ্রাসা সাদিয়া খাতুনের প্রাপ্ত নম্বর ৭৭০। ষষ্ঠ মালদা বর্টালা আদর্শ মাস্কুরা খাতুন, নম্বর ৭৬৫। সপ্তম হয়েছেন দুজন, পূর্ব বর্ধমানের মহম্মদ সাদ, ও   জালালপুরের সহিদুল ইসলাম এদের প্রাপ্ত নম্বর ৭৬৩। অষ্টম হয়েছেন মালদার নাজিব আহমেদ, প্রাপ্ত নম্বর ৭৬১। নবম ধানগড়া বিষ্ণুপুর মালদা ওয়াসিম আখতার, প্রাপ্ত নম্বর ৭৬০। দশম মালদার মুশিউর রহমান প্রাপ্ত নম্বর ৭৫৯।

এদিকে আলিম পরীক্ষার ফলও বেশ ভালো। দক্ষিণ ২৪ পরগণার  মহম্মদ সুজা উদ্দিন লস্কর প্রথম স্থান অধিকার করেছে, প্রাপ্ত নম্বর ৮৪৫। দ্বিতীয় হয়েছেন উত্তর ২৪ পরগণার করিমুল ইসলাম, ও মুর্শিদাবাদের আব্দুল হালিম  প্রাপ্ত নম্বর ৮৪৩। তৃতীয় আবদুল রহমান ৮৩৯। চতুর্থ আফরিন মন্ডল ৮৩৭। পঞ্চম হাবিবুর শেখ ৮৩৩। ষষ্ঠ সবনম খাতুন ৮২৮। সপ্তম ইয়াসিন শেখ। অষ্টম মসম্মদ আমাতুল্লা তাসমীন ৮১৬। নবম সোনিয়া পারভীন ৮১১ ও রেশমা খাতুন পেয়েছে ৮১০ নম্বর। 

ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে হুগলির ফাহিম আখতার, যার প্রাপ্ত নম্বর ৫৬৫। দ্বিতীয় মোজাম্মেল মল্লিক, প্রাপ্ত নম্বর ৫৫১। তৃতীয় ইয়াজ আহমেদ মণ্ডল, প্রাপ্ত নম্বর ৫৪৯। চতুর্থ সুমাইয়া পারভীন, ও মহম্মদ সানা উল্লাহ খান, প্রাপ্ত নম্বর ৫৪৫। পঞ্চম শেখ ইঞ্জামামুল, প্রাপ্ত নম্বর ৫৪৩।

হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকার করলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল, প্রাপ্ত নম্বর ৭৮০। অন্যদিকে রাজ্যে হাই মাদ্রাসার পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন ডোমকল মহকুমার কোমনগর হাই মাদ্রাসার ছাত্র নাসিরউদ্দিন মোল্লা, ৭৭৫ এবং রাজ্যে পঞ্চম হয়েছেন লালগোলা আইসিআর হাই মাদ্রাসার ছাত্রী সাদিয়া খাতুন, তাঁর প্রাপ্ত নম্বর ৭৭০।

শনিবার বহরমপুর ব্যারাক স্কয়ার ফিল্ড সংলগ্ন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন দফতর থেকে জেলার বিভিন্ন মাদ্রাসার মার্কশিট তুলে দেয়া হয়। মুর্শিদাবাদ জেলা পরিদর্শক অমর কুমার শীল, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য মহম্মদ আনসার আলী সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এদিকে মাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় মুর্শিদাবাদ জেলার কেউ না থাকার কারণে হতাশ হয়ে পড়েছিল জেলাবাসি। তবে হাই মাদ্রাসায় ফলাফলে উচ্ছসিত তাঁরা।  ফলপ্রকাশে দেখা গেল পাশের হারে মাধ্যমিককে টেক্কা দিল মাদ্রাসা। এবার মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ সেখানে হাই-মাদ্রাসায় পাশের হার ৮৮.০৯ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
00:00
Video thumbnail
Election Commission of India | বিগ ব্রেকিং, প্রায় ৬০% ভোটারকে নতুন নথি জমা দিতে হবে না
00:00
Video thumbnail
China | Iran |যু/দ্ধবিমানের জন্য চিনের সঙ্গে আলোচনা ইরানের, কতটা চাপে আমেরিকা? কী করবেন নেতানিয়াহু?
00:00
Video thumbnail
Kasba Incident | তদন্তে উঠে এল মনোজিতের অপরাধের তালিকা, জানলে শিউরে উঠবেন
00:00
Video thumbnail
BJP | রাজ্য সভাপতি পদের লড়াই সুকান্ত-শমীক-দিলীপের, জোর টক্কর, শিকে ছিঁড়বে কার
00:00
Video thumbnail
Iran-Israel | যু/দ্ধে ইজরায়েলের কোমর ভে/ঙে দিয়েছে ইরান, নেতানিয়াহুদের উঠে দাঁড়াতে ৫-৬ বছর লাগবে
00:00
Video thumbnail
Trump-Netanyahu | ট্রাম্প ও নেতানিয়াহু 'শত্রু', ফতোয়া জারি ইরানি ধর্মীয় নেতার, কী করবে ইজরায়েল?
11:55:01
Video thumbnail
Colour Bar | আইভরি ট্রেঞ্চ কোট ড্রেসে নোরা
01:00
Video thumbnail
Colour Bar | ব্যান্ডের নাম হুলিগানইজম কেন? কী জানালেন অনির্বাণ?
02:49
Video thumbnail
Colour Bar | হেরা ফেরি ৩-এ ফিরছে বাবু ভাইয়া? ইঙ্গিত পরেশের
01:24

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39