Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeস্লোগানেই হার, নাকি সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্ব?

স্লোগানেই হার, নাকি সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্ব?

কলকাতা: কালীগঞ্জ উপনির্বাচনে (Kaliganj By-Election) এবারও জেতা হল না বিজেপির (BJP)। গত কয়েকমাস ধরে বিজেপি একটাই স্লোগান দিচ্ছে— সব হিন্দু ভাই ভাই। হিন্দু ভোট এক করো। বিজেপির আবেদনে সাড়া মিলল না। সর্বধর্ম সমন্বয়ের এই রাজ্য কার্যত বিজেপির এই আবেদন শুনল না। বরং বাংলার ঐতিহ্য বিজেপির কেন্দ্রীয় নেতা সমেত রাজ্য নেতাদের মনে করিয়ে দিল।

২০২৬-এর ভোট লড়ার প্রস্তুতি হিসাবে সঙ্ঘপ্রধান এই বছরে ১০ দিন এই রাজ্য ছিলেন। আরএসএস (RSS) সব অংশকে সক্রিয় করে নিবাচনে লড়াইয়ের পরামর্শ দেয়। তারপর থেকেই বিজেপির স্লোগান পাল্টে যায়। সব হিন্দু ভোটকে এক করার ডাক দেওয়া হয়। এমনকী, সংখ্যালঘু এলাকায় বুথ কমিটিতে জোর দিতে বারণ করা হয়। বলা হয়, হিন্দু এলাকায় জোর দিন। পাঁচ থেকে ১০ শতাংশ ভোট শাসকদলের কাজ থেকে নিয়ে আসতে পারলে ২৬-এ শাসন ক্ষমতায় দল বসবে। সেই মতোই কেন্দ্রীয় নেতাদের নির্দেশে রাজ্যজুড়ে স্লোগান ওঠে— হিন্দু হিন্দু ভাই ভাই।

আরও পড়ুন: কালীগঞ্জে বিরাট জয় আলিফা আহমেদের, কী বললেন মুখ্যমন্ত্রী

কালীগঞ্জ ভোট এটাই প্রমাণ করল, ধর্ম নয়, বিরোধী দল হিসাবে বিজেপি দায়িত্ব পালন করুক। এর পর রয়েছে বিজেপির বিভিন্ন গোষ্ঠীর লড়াই। এক গোষ্ঠী লড়াই করে তো আর এক গোষ্ঠী চুপ করে বসে যায়। সুকান্ত, শুভেন্দু, দিলীপ সহ নানা নেতার নানা গোষ্ঠী। বার বার কেন্দ্রীয় নেতারা আবেদন করেছেন, কিন্তু কেউ তাতে খুব বেশি আমল দেয়নি। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে এর প্রভাব ছিল বলে মনে করছে বিজেপির একাংশ। ২৬-এর আগে বিজেপি কি কালীগঞ্জ ভোটারদের রায় মাথায় রাখবে? ভবিষ্যৎ এর উত্তর দেবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News