skip to content
Sunday, June 30, 2024

skip to content
HomeদেশYogi in Delhi: বিপুল জয়ের পর রবিবার প্রথম দিল্লিতে মোদির মুখোমুখি যোগী

Yogi in Delhi: বিপুল জয়ের পর রবিবার প্রথম দিল্লিতে মোদির মুখোমুখি যোগী

Follow Us :

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে যোগী ২.০ সরকার গঠনের আগে আদিত্যনাথ রওনা দিচ্ছেন দিল্লি (Yogi Adityanath in Delhi)৷ রবিবার তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Yogi to Meet PM Modi) সঙ্গে৷ ভোটে জেতার পর এই প্রথম মোদির মুখোমুখি হতে চলেছেন যোগী আদিত্যনাথ৷ সূত্রের খবর, উত্তরপ্রদেশে সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই যোগীর দিল্লি যাত্রা৷

শুক্রবারই রাজ্যপাল আনন্দীবেন পটেলের সঙ্গে দেখা করে ইস্তফা দেন যোগী আদিত্যনাথ৷ সূত্রের খবর, আগামী ১৫ থেকে ২১ মার্চের মধ্যে শপথগ্রহণ করে লখনউয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন গোরক্ষমঠের সন্ন্যাসী৷ দ্বিতীয় যোগী সরকারের মন্ত্রিসভায় কারা থাকবেন সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে৷ তবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শলা-পরামর্শ করেই নিজের টিম তৈরি করতে চান আদিত্যনাথ৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিএল সন্তোষ থাকবেন৷ এই বৈঠকেই শপথের দিন চূড়ান্ত হতে পারে৷ সবাইকে শপথে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানাতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

এবারের যোগী মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখকে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ তবে যোগীর ডেপুটি কে হবেন সেটা নিয়ে বিস্তর কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ সূত্রের খবর, যোগ্যতা, জাতি, আঞ্চলিক সমীকরণ ইত্যাদি কিছু বিষয়কে মাথায় রেখে বিজেপি নেতৃত্ব উপমুখ্যমন্ত্রী পদে নামের তালিকা তৈরি করেছে৷ প্রথম যোগী জমানায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন কেশব প্রসাদ মৌর্য৷ তিনি এবার ভোটে হেরেছেন৷ কিন্তু রাজ্যে ওবিসি সম্প্রদায়ের বড় নেতা তিনি৷ তাছাড়া উপমুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজে সন্তুষ্ট ছিল কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাই এবারও মৌর্যের পাল্লা ভারী৷ যদিও স্বতন্ত্র দেব সিং, বেবি রানি মৌর্য, ব্রিজেশ পাঠকদের নামও বিচার বিবেচনা করছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ বেবি রানি মৌর্য আগে উত্তরাখণ্ডের রাজ্যপাল ছিলেন৷ উত্তরপ্রদেশের জাঠ সম্প্রদায়ের প্রভাবশালী নেত্রী তিনি৷ ব্রাক্ষণ নেতা ব্রিজেশ পাঠক আগে রাজ্যের আইনমন্ত্রী ছিলেন৷ রাজ্যের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং কুর্মি নেতা৷ উত্তরপ্রদেশে বিজেপির জয়ের নেপথ্যে অন্যতম কারিগর তিনি৷ এদের মধ্যে থেকে কাউকে উপমুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন মোদি৷

আরও পড়ুন: Bhagwant Mann: শপথের আগেই পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-সাংসদদের নিরাপত্তা তুলে দিলেন ‘আম আদমির’ মুখ্যমন্ত্রী

এছাড়া শোনা যাচ্ছে, রাজ্যের প্রাক্তন দুই পুলিস অফিসার রাজেশ্বর সিং এবং অসীম অরুণকে মন্ত্রিসভায় ঠাঁই দিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব৷ লখনউয়ের সরোজিনী নগর কেন্দ্র থেকে জিতে প্রথমবার বিধায়ক হলেন প্রাক্তন পুলিস কর্তা রাজেশ্বর সিং৷ অন্যদিকে কৌনজ সদর কেন্দ্রে জিতে বিধায়ক হন আরেক প্রাক্তন পুলিস কর্তা অসীম অরুণ৷ তিনি কানপুরের প্রথম পুলিস কমিশনার ছিলেন৷ অসীম অরুণের বাবা প্রয়াত রাম অরুণ উত্তরপ্রদেশের দু’বারের ডিজিপি ছিলেন৷ যোগী মন্ত্রিসভায় এবার সম্ভবত নয়ডার বিধায়ক পঙ্কজ সিংকে রাখা হতে পারে৷ এর আগে কখনও নয়ডা থেকে কাউকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ ১ লক্ষ ৮২ হাজারের কাছাকাছি ভোটে জিতেছেন৷ ২০১৭ সালেও তিনি বিপুল জয় পেয়েছিলেন৷ এবার তাঁর মন্ত্রী হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | ভোটের পর প্রথম ‘মন কি বাত’ নরেন্দ্র মোদি কী বললেন ?
00:00
Video thumbnail
Chopra | একুশ শতাব্দীতে নক্কারজনক ঘটনা! সালিশি সভায় কী হল? জানলে শিউরে উঠবেন
04:47:30
Video thumbnail
Indian Railway | ফের বাতিল একাধিক ট্রেন, কোন শাখায়? জানুন বিস্তারিত
05:08:41
Video thumbnail
Bowbazar | বউবাজার হস্টেলের ঘটনায় বাধাপ্রাপ্ত খোদ পুলিশই? জানুন আসল ঘটনা
05:13:36
Video thumbnail
Narendra Modi | ভোটের পর প্রথম ‘মন কি বাত’, নরেন্দ্র মোদি কী বললেন ?
00:20
Video thumbnail
Colour Bar | ইন্ডাস্ট্রির মারপ্যাঁচকে ডোন্ট কেয়ার, তিন খুদের স্বপ্নপূরণের লড়াইয়ে সামিল সৌরভ
20:42
Video thumbnail
৪টেয় চারদিক । রাজ্যে ভোটে ভরাডুবির পর রাজ্যপালের সুরে সুর মেলাচ্ছেন শুভেন্দু!
45:14
Video thumbnail
Maharashtra | বিগ ব্রেকিং‘বিজেপি মুক্ত মহারাষ্ট্র’ গড়তে জোট ঘোষণা শরদের
01:16
Video thumbnail
Sharad Pawar | বিগ ব্রেকিং ‘বিজেপিমুক্ত মহারাষ্ট্র’ গড়তে জোট ঘোষণা শরদের
00:00
Video thumbnail
Weather Update | বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ আর ক'দিন দুর্ভোগ? বড় আপডেট দিল হওয়া অফিস
07:08