হরিশ্চন্দ্রপুর: গাজোলের পর এবার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)। প্রার্থী ঘোষণার আগেই বিড়ম্বনা বাড়ছে শাসকদলের। অর্থের বিনিময়ে তৃণমূলে (TMC) পঞ্চায়েতে প্রার্থী করানো হচ্ছে এই অভিযোগে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদের একাংশ। এই নিয়ে শনিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল মালদহের (Maldah) কুশিদা।
জেলা পরিষদের টিকিট পেতে পারেন অঞ্চল সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নুর আজম। এই সম্ভাবনার কথা চাউর হতেই ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ। অঞ্চল সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন দলের কর্মী সমর্থকেরা।অভিযোগ, উপপ্রধান মহম্মদ নুর আজমের নামে কলকাতা হাইকোর্টে দুটি মামলা চলছে।চাকরি দেওয়ার নাম করে সে এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলে রেখেছে। এরপরও তাকেই জেলা পরিষদের টিকিট দেওয়া হচ্ছে। তাই এদিন কুশিদাগামী রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন কুশিদা ও বরুই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন সন্ধ্যায় জয় বাংলা স্ট্যান্ডে ঘন্টাখানেক ধরে বিক্ষোভ চলে। এমনকি অঞ্চল সভাপতির ছবিতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতেন থাকেন তাঁরা।
আরও পড়ুন:Birbhum | TMC | অনুব্রতহীন বীরভূমে বড় ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পঞ্চায়েত প্রধান সহ ৩০০ কর্মীর
বিক্ষোভকারীদের অভিযোগ, মোটা টাকার বিনিময়ে বিধায়ক নীহার রঞ্জন ঘোষ কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজমকে জেলা পরিষদের টিকিট দেওয়া হচ্ছে। এই দুর্নীতিগ্রস্ত নেতাকে তাঁরা কখনও মেনে নেবেন না। নুর আজমকে বাদ দিয়ে দল যাকে যোগ্য মনে করে টিকিট দেবে, তাঁকে তাঁরা মেনে নেবেন বলে সাফ জানিয়ে দেন। তাঁদের আর অভিযোগ, নুর আজমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ১০০ দিন প্রকল্পে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দুটি মামলা চলছে। আবার দল তাকেই টিকিট দিচ্ছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে টাকার বিনিময়ে তাঁকে টিকিট দেওয়া হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার বলেছেন, দুর্নীতিগ্রস্ত কোনও নেতাকে টিকিট দেওয়া যাবে না। অথচ দলকে বুড়ো আঙুল দেখিয়ে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে টিকিট বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে দলের মধ্যেই। এই বিষয়ে বিধায়ক নীহাররঞ্জন ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।