কলকাতা: কার্তিক কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী (Bhut Chaturdashi) পালিত হয়। হিন্দু শাস্ত্রে, এই তিথিটিও বিশেষ গুরুত্বপূর্ণ। কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির সূচনা হবে ১১ নভেম্বর দুপুর ১টা ৫৭ মিনিট থেকে। এই তিথি শেষ হবে ১২ নভেম্বর দুপুর ২টো ৪৪ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী, ১২ নভেম্বরই নরক চতুর্দশী পালিত হবে। এই দিনই আবার দীপাবলি। নরক চতুর্দশীতে যমের পুজো করা হয়। সে ক্ষেত্রে ১১ নভেম্বর নরক চতুর্দশীর পুজো করা যেতে পারে।
শাস্ত্র মতে, নরক চতুর্দশীতে যমের পুজো করলে অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। আবার পৌরাণির ধারণা অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণ পক্ষে চতুর্দশী তিথিতে কৃষ্ণ নরকাসুর বধ করে দেবতা ও ঋষি তার অত্যাচার এবং আতঙ্ক থেকে মুক্ত করেন।
আরও পড়ুন: ভূত চতুর্দশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি
নরক চতুর্দশীর সকালে উঠে নিজের সারা শরীরে তেল মালিশ করলে লক্ষ্মী খুশি হন। মনে করা হয়, তেলের মধ্যে লক্ষ্মী ও জলে গঙ্গার বাস। এই তিথিতে সকালে স্নান করার পর স্নান করলে লক্ষ্মী ও গঙ্গা প্রসন্ন হন ও ভক্তদের আশীর্বাদ দেন। এই সহজ উপায়ে লক্ষ্মীর আশীর্বাদ ও ধন-সমৃদ্ধি লাভ করতে পারবেন ব্যক্তি।
এই তিথিতে ভোরবেলা স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিতে হবে। এই তিথিতে যমরাজ, কৃষ্ণ, মা কালি, শিব, বজরংবলী ও বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয়। বাড়ির ঈশান কোণে সমস্ত দেবদেবীর প্রতিমা বা ছবি স্থাপন করে পুজো করা উচিত। দেবতাদের কুমকুমের তিলক করুন, ধূপকাঠি, প্রদীপ জ্বালান ও মন্ত্র জপ করুন।
দেখুন আরও অন্য খবর: