skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeলাইফস্টাইলবাড়ির মধ্যে পায়রার বাসা বাস্তুমতে কিসের ইঙ্গিত দেয়?

বাড়ির মধ্যে পায়রার বাসা বাস্তুমতে কিসের ইঙ্গিত দেয়?

সাদা পায়রাকে খুব শুভ বা শান্তির প্রতীক বলে মনে করা হয়

Follow Us :

কলকাতা: প্রাচীন কাল থেকেই বাড়িতে পায়র (Pigeon) পোষার রীতি প্রচলিত আছে। আগেকার দিনে রাজ-রাজারা পায়রার পায়ে চিঠি বেঁধে পাঠাতেন। দূত হিসেবে কাজ করত পায়রা। এখনও অনেকের বাড়িতে পায়রা দেখা যায়। পায়রার জোড়াকে আমরা প্রেম ও শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করি। বিশেষ করে সাদা পায়রাকে খুব শুভ বা শান্তির প্রতীক বলে মনে করা হয়। কিন্তু, বাড়িতে পায়রা পোষা বা পায়রার বাসা (Nest) বাঁধা শুভ না অশুভ? জেনে নিন-

১) পায়রা এমন একটি পাখি, যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে। বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তবে পায়রা যদি বাড়ির কোনও কোণে বাসা বাঁধতে শুরু করে তবে তা অশুভ বলে বিবেচিত হয়। অর্থাত্‍ ঘরে দারিদ্র্য আসবে। আর্থিক সংকটে পড়তে হতে পারে। তাই ঘরে পায়রাকে বাসা বাঁধতে দেওয়া উচিত নয়।

২) প্রায়শই দেখা যায় তাঁদের বাড়ির ছাদে পায়রাকে খাওয়াচ্ছেন। কিন্তু, এটা করা উচিত নয়। পায়রাকে সব সময় বাড়ির উঠোনে খাওয়াতে হবে। যার কারণে রাহুর দোষ দূর হয়।

আরও পড়ুন: আলমারিতে ভুলেও রাখবেন না এই ৪ জিনিস, ঘরে নেমে আসবে চরম দারিদ্র

৩) মা লক্ষ্মীর কৃপা পেতে বা বাড়িতে সুখ সম্পদ বৃদ্ধি করতে পায়রার গুরুত্ব অপরিসীম। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পায়রার সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার নয় বরং খাবার ও জল-সহ তার বিশেষ যত্ন নিলে বাড়ি মঙ্গলময় হয়ে ওঠে। পায়রাকে রোজ খাওয়ালে বুধ শক্তিশালী হয় এবং রাহুও শান্ত থাকে।

৪) যেখানে পায়রার বাসা, সেই স্থানটিকে প্রতি নিয়ত পরিষ্কার করা প্রয়োজন। পায়রার বাসা অতিরিক্ত নোংরা থাকা অশুভ লক্ষণ।

দেখুন আরও অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular