মুম্বই: আসন্ন পূর্ব আন্ধেরির বিধানসভা উপনির্বাচনে উদ্ধবকে সমর্থন সিপিআইয়ের। অতীত ভুলে একহাত শিবসেনা-সিপিআইয়। বুধবার সিপিআই নেতা প্রকাশ রেড্ডি, মিলিন্দ রানাডে এবং অন্যরা উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে একথা জানান।
একসময় মুম্বাইয়ে বাম আধিপত্যকে শেষ করার জন্য শিবসেনা কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করেছিল বলে অভিযোগ ওঠে। ১৯৭০ সালে বাম নেতা কৃষ্ণ দেশাই খুন হন। এই খুনের পিছনে শিবসেনাই সন্দেহের তালিকায় পড়ে। গ্রেফতার করা হয় শিবসেনার বেশকিছু কর্মীদের। তারপরই প্রথম নির্বাচনে অংশ নেয় শিবসেনা। মধ্য মুম্বইয়ের বামেদের শক্তঘাঁটি মিল শ্রমিকদের দুর্গ থেকে প্রথমবারের জন্য উপনির্বাচনে জয়লাভ করে বাল ঠাকরের দল। যা শিবসেনার উত্থান বলে মনে করে রাজনৈতিক মহল।
তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী বসন্তরাও নায়েকের থেকে সমর্থন পাওয়ার অভিযোগ ওঠে শিবসেনার বিরুদ্ধে। এ কারণে শিবসেনার কর্মীদের ব্যাঙ্গ করে বসন্ত সেনা বলেও ডাকা হত। ওই সময় মুম্বইয়ে বামপন্থী আধিপত্যের অবসানের সূচনা হয়।
আরও পড়ুন: Tollygunge Fire Incident: প্রযোজনা সংস্থার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
তবে এইসব অতীত ভুলে নির্বাচনে একসঙ্গে লড়তে চলেছে শিবসেনা ও সিপিআই। তবে একে অপরের বিপক্ষে নয়। উদ্ধব তার অস্তিত্বের জন্য সংগ্রামে নেমেছে, তাই এই সমর্থন বলে জানিয়েছে সিপিআই। এখন দেখার ৫০ বছর আগের রক্তাক্ত অতীত ভুলে দুই দল আন্ধেরির উপনির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে।