সিকিম: সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় নিয়ে বিক্ষোভে উত্তাল সিকিম (Sikkim)। সম্প্রতি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছেছিল, সিকিমের নেপালিরা ‘বিদেশি বংশোদ্ভূত’। আর এই রায়ের পরিপ্রেক্ষিতে বিক্ষোভের ডাক দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের (pawa chamling) নেতৃত্বে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। গত কয়েক দিন ধরে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি।
শনিবার থেকে ৪৮ ঘণ্টার বনধের (strike) ডাক দিয়েছেন পবন চামলিং। বিক্ষোভ, বনধের (strike) জেরে জেরবার সিকিম। অনেকেই সিকিম (Sikkim) সফর বাতিলও করে দিয়েছেন। যার ফলে মুখ থুবড়ে পড়েছে সিকিমে পর্যটন ব্যবস্থা।
আরও পড়ুন: Birbhum Blast: মাড়গ্রাম বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখেরও
বিক্ষোভের জেরে সম্প্রতি পদত্যাগ করেছেন সিকিমের স্বাস্থ্যমন্ত্রী মণিকুমার শর্মা। পদত্যাগপত্রে তিনি লিখেছেন,’সিকিমের অধিবাসীদের ভাবাবেগ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। আমি মনে করছি, এই সরকারে থাকার আর প্রয়োজন নেই। পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল সুদেশ জোশীও।
৯ ফেব্রুয়ারি বিধানসভায় জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। ৪৮ ঘণ্টার বনধের (strike) ডাক দিয়েছে সিকিমের প্রধান বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট। সিকিমের নেপালিদের ‘অভিবাসী’ তকমা দেওয়া নিয়ে গত কয়েক দিন ধরেই বিক্ষোভের আঁচে ফুটছে রাজ্যটি। এ নিয়ে পথে নেমেছেন অনেকেই। তারা মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের কুশপুতুলও দাহ করে।
এদিকে গতকাল সকালের দিক থেকেই বনধ চললেও সন্ধ্যায় প্রশাসন বনধকে উঠিয়ে দেয়। শুক্রবার দুপুরের পর থেকেই পাহাড় ছাড়ার হিড়িক পড়ে যায় পর্যটকদের মধ্যে। গতকাল সকালের দিকে বনধের ফলে পর্যটকরা সমস্যায় পড়েছিল। এর পরেই নড়েচড়ে বসে সিকিম প্রশাসন। আজকে সকাল থেকেই বনধকে উপেক্ষা করে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে সিকিম।