শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পুঞ্চ (Poonch) জেলায় ভারতীয় সেনার কনভয়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা (Terrorist Attacked )। ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জওয়ানের। গুরুতর আহত অবস্থায় একজনকে রাজৌরির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পুঞ্চের মেনধার সাবডিভিশনের ভাটা ধুরিয়ান এলাকায় হাইওয়ের উপর ঘটনাটি ঘটে। ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়ে গিয়েছে। অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।
প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, সেনা কনভয়ে উপর বজ্রপাতের কারণে জওয়ানদের মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু পরে সেনা বিবৃতি জারি করে জানিয়ে দেয়, গ্রেনেড হামলা হয়েছে সেনার গাড়ির উপর। তাতেই মৃত্যু হয়েছে পাঁচ সেনাকর্মীর। সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, “বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ একটি সেনা ট্রাক পুঞ্চের ভিম্বার গলি থেকে সংজিওতের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ই এলাকায় ভারী বৃষ্টিপাত এবং কম দৃশ্যমানতার সুযোগ নিয়ে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। সম্ভবত গ্রেনেড হামলার জেরেই সেনা কনভয়ে আগুন ধরে যায়।’
আরও পড়ুন:Suvendu Adhikari । অমিত-মমতা ফোন, যথাযোগ্য জবাব মিলল না শুভেন্দুর কাছ থেকে
সূত্রের খবর, জঙ্গি হামলায় মৃত সেনাকর্মীরা রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য ছিলেন। তাঁদের জঙ্গি মোকাবিলার কাজে পাঠানো হচ্ছিল। সেনা জানিয়েছে, আরও এক সেনাকর্মী আহত হয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে রাজৌরির সেনা হাসপাতালে পাঠানো হয়। তাঁর চিকিৎসা চলছে। এলাকায় শুরু হয়েছে চিরুনিতল্লাশি।
এই ঘটনার একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, শেয়ার হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়িটি দাউদাউ করে জ্বলছে। আশপাশের লোকজন গাড়িতে আগুন লাগতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন বলেও দেখা যাচ্ছে। এদিকে সেনা কনভয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ এবং সেনাবাহিনীর অধিকর্তারা। ঘটনাস্থলে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনও। জানা গিয়েছে, কাশ্মীরের ওই এলাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট ভেজা, কাজেই উদ্ধারকাজে সমস্যায় পড়েছে দমকল ও পুলিশ।