মুম্বই: মহারাষ্ট্রে (Maharashtra) মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। বাস (Bus) ও লরির (Truck) মুখোমুখি সংঘর্ষের জেরে প্রাণ হারিয়েছেন ৭ জন। গুরুতর জখম ১৩ জন। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলায় নাগপুর-পুণে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। অন্যদিকে সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ মহারাষ্ট্রের অমরাবতী জেলায় এসইউভি গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন ৭ জন।
জানা গিয়েছে, নাগপুর-পুণে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়া বাসটি পুণে থেকে মাহেকার যাচ্ছিল। সেইসময় আচমকাই একটি লরি সামনে থেকে ধাক্কা মারে বাসে। ঘটনার জেরে বাসের জানলার কাচ ভেঙে গিয়েছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে যাত্রীদের আসনগুলি। এখনও পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর। ১৩ জন গুরুতর আহত। পুলিশ এবং স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করেন। এরপর তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি। মৃতদের দেহও ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অপরদিকে মহারাষ্ট্রের অমরবতী জেলায় সোমবার রাতে একটি লরি ধাক্কা মারে এসইউভি গাড়িতে। সেই জেলার দারয়াপুর থেকে আনজাগাঁও যাওয়ার রাস্তায় ঘটেছে এই দুর্ঘটনা। খাল্লার থানার অধীনস্ত এলাকার এই দুর্ঘটনায় মৃতদের অধিকাংশই একই পরিবারের সদস্য। ওই পরিবারটি এসইউভি করে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। সে সময়ই ঘটে দুর্ঘটনা। এর জেরে ৫ জনের মৃত্যু হয়েছে। ৭ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।