Placeholder canvas

Placeholder canvas
Homeদেশলস্কর, জয়েশের ড্রোন হামলার আশঙ্কা, ১৫ অগাস্টে নিরাপত্তার বেড়ায় গোটা দেশ

লস্কর, জয়েশের ড্রোন হামলার আশঙ্কা, ১৫ অগাস্টে নিরাপত্তার বেড়ায় গোটা দেশ

Follow Us :

নয়াদিল্লি: স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তোইবা কিংবা জয়েশ-ই-মহম্মদ জঙ্গিরা দেশে বড়সড় হামলা চালাতে পারে। এমনই সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। জম্মু-কাশ্মীর, নয়াদিল্লি সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিশেষ সতর্কতা হিসেবে নিরাপত্তার কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। আর কয়েক মাসের মধ্যেই পাকিস্তানে নির্বাচন হওয়ার কথা। পাক ভোটে বরাবরই ভারত বিরোধিতার একটা ছবি চোখে পড়ে। তাই পাক গুপ্তচর বাহিনী আইএসআই কট্টর জঙ্গিদের কাজে লাগিয়ে ভারতে হামলা চালানোর কৌশল নিয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি) সব রাজ্যের প্রশাসনকে জয়েশ ও লস্কর হামলার সতর্কতা বার্তা পাঠিয়েছে। শুধু পাক জঙ্গিরা নয়, অন্যান্য কট্টরপন্থী সংগঠনও হামলার ছক কষছে বলে রিপোর্টে জানানো হয়েছে। ১০ পাতার ওই রিপোর্টে আইবি বলেছে, জয়েশ, লস্কর এবং অন্য কট্টরপন্থী সংগঠন থেকে হামলা চালানোর আশঙ্কা রয়েছে। আর তার উপর ভিত্তি করেই গোটা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রিপোর্টে ১৫ অগাস্টের দিন লালকেল্লার কাছাকাছি আসার ব্যাপারে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছে আইবি। অমরাবতী, উদয়পুর এবং জাপানের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিনজো আবের মৃত্যুর উদাহরণ দেওয়া হয়েছে আইবি রিপোর্টে।

আরও পড়ুন: ১৩ অগাস্ট, আজ কার ভাগ্যে কী আছে? জানুন আজকের রাশিফল

গোয়েন্দারা জানিয়েছেন, পাক চর সংস্থা জঙ্গিদের অর্থ-অস্ত্র দিয়ে মদত করছে। দেশের বড় বড় নেতা এবং গুরুত্বপূর্ণ স্থানে হামলার ছক রয়েছে। স্বাধীনতা দিবসের আগে সমস্ত কট্টরপন্থী সংগঠনের উপর কড়া নজর রাখার সুপারিশ করেছে আইবি। সম্প্রতি আফগান যোদ্ধাদের নিয়োগ করে লস্কর-ই-খালসা নামে একটি জঙ্গি সংগঠন গড়েছে আইএসআই।

জঙ্গিরা আত্মঘাতী হামলার ছক ছেড়ে ড্রোন হামলাও চালাতে পারে। পাক অধিকৃত কাশ্মীরের আশপাশে প্যারা গ্লাইডার নামাতে পারে বলেও সতর্কবার্তায় বলা হয়েছে। সে কারণে বিএসএফকে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গিদের কাছে অস্ত্র-বিস্ফোরক পৌঁছে দিতে পাক চর সংস্থা ড্রোন ব্যবহার করতে পারে বলে ভারতীয় গোয়েন্দারা গোপন সূত্রে জানতে পেরেছেন। সম্প্রতি পঞ্জাবে গ্রেফতার করা কয়েকজন জঙ্গিকে জেরা করে এই তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। দিল্লি পুলিশ দু-তিন আগেই ৬ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২২৫২ তাজা কার্তুজ উদ্ধার করা হয়। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় হাজারখানেক উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | বারাসতে কোন দল এগিয়ে?
05:05
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | ২৫শে বৈশাখ, হে নূতন
12:55
Video thumbnail
আজকে (Aajke) | শুভেন্দু বলেছিলেন বোমা ফাটিবে, সে বোমা কোথায় ফাটিল?
10:04
Video thumbnail
Politics | পলিটিক্স (08 May, 2024)
12:46
Video thumbnail
বাংলা বলছে | রাহুলকে নিশানা, মোদির মুখে অম্বানি-আদানি, কত কালো টাকা নিয়েছে কংগ্রেস, প্রশ্ন মোদির
38:28
Video thumbnail
Beyond Politics | সন্দেশখালি, মণিপুর এবং নারীসম্মান
07:58
Video thumbnail
SSC Scam | নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ে স্বস্তিতে রাজ্য সরকার
03:01
Video thumbnail
Suvendu Adhikari | আবার শুভেন্দুকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান
02:33
Video thumbnail
Narendra Modi | আম্বানি-আদানি নিয়ে রাহুল কেন নীরব, প্রশ্ন প্রধানমন্ত্রী মোদির
05:16
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | রায় শুনে আমার মনস্নিগ্ধ হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়
04:19