Placeholder canvas

Placeholder canvas
Homeদেশপ্রিয়াঙ্কা গান্ধীর নামে দায়ের এফআইআর

প্রিয়াঙ্কা গান্ধীর নামে দায়ের এফআইআর

Follow Us :

ইন্দোর: মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Barora)। দায়ের করা হয়েছে এফআইআর (FIR)। জানা গিয়েছে, ‘৫০ শতাংশ কমিশনের সরকার’ প্রিয়াঙ্কা গান্ধীর মারাত্মক অভিযোগের পরই কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি (BJP)। প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও মধ্য প্রদেশের কংগ্রেস প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবের নামও এফআইআরে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে ইন্দোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ রামসানেহি মিশ্র জানিয়েছেন,  যে শহরের সংযোজিতগঞ্জ থানায় , প্রিয়াঙ্কা গান্ধী, কমল নাথ এবং অরুণ যাদবের বিরুদ্ধে একটি  এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয় বিজেপির আইনী সেলের আহ্বায়ক নিমেশ পাঠক অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪৬৯ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। 

আর পড়ুন:লস্কর, জয়েশের ড্রোন হামলার আশঙ্কা, ১৫ অগাস্টে নিরাপত্তার বেড়ায় গোটা দেশ

সোশ্যাল মিডিয়া পোস্টে প্রিয়ঙ্কা লিখেছেন, “কর্নাটকের দুর্নীতিবাজ বিজেপি সরকার ৪০ শতাংশ কমিশন নিত। মধ্যপ্রদেশে, বিজেপি সরকার দুর্নীতির সকল রেকর্ড ভেঙে এগিয়ে গিয়েছে। কর্ণাটকের জনগণ ৪০ শতাংশ কমিশনের সরকারকে উৎখাত করেছে, এখন মধ্যপ্রদেশের জনগণ ৫০ শতাংশ কমিশনের সরকারকেও নির্বাচনে যোগ্য জবাব দেবে”। মধ্য প্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এক্স (টুইটার)-এ একটি চিঠি পোস্ট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব। এরপরই নীমেশ পাঠক তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

RELATED ARTICLES

Most Popular