নয়াদিল্লি: ভারতে ফের মাঙ্কিপক্সের শিকার এক তরুণী৷ দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি ২২ বছরের ওই তরুণীর রিপোর্ট শুক্রবার রাতে পজিটিভ আসে৷ আফ্রিকার বাসিন্দা ওই তরুণী একমাস আগে নাইজেরিয়া থেকে ঘুরে ভারতে আসেন৷ এই নিয়ে ভারতে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৷ দেশে মাঙ্কিপক্সের প্রকোপ বৃদ্ধিতে উদ্বিগ্ন চিকিৎসক মহল জোর দিচ্ছেন টিকা তৈরিতে৷ ইতিমধ্যে মাঙ্কিপক্সের টিকা তৈরিতে আগ্রহ দেখিয়েছে ৮ সংস্থা৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের কাছে টিকা তৈরির আবেদন জানিয়েছে সংস্থাগুলি৷
বিষয়টির সঙ্গে ওয়াকিবহাল ব্যক্তিরা জানিয়েছেন, টিকা এবং রোগনির্ণয় কিট তৈরিতে মোট ৩১টি আবেদন জমা পড়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের কাছে৷ যার মধ্যে ২৩টি সংস্থা মাঙ্কিপক্স রোগনির্ণয়ের কিট তৈরিতে আগ্রহ দেখিয়েছে৷ শুধু টিকা তৈরির আবেদন জানিয়েছে ৮টি সংস্থা৷ তারা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টিকা তৈরি করতে চায়৷
এদিকে দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ ভারতে মোট আক্রান্তের পাঁচজনই দিল্লির বাসিন্দা৷ চারজনের হাসপাতালে চিকিৎসা চলছে৷ একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ মাঙ্কিপক্সের হাত থেকে বাঁচতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একগুচ্ছ নিয়মাবলী সামনে আনা হয়েছে৷ পাশাপাশি বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কিছু নির্দেশিকা জারি করা হয়েছে৷ গত ১৪ জুলাই ভারতে প্রথম ধরা পড়ে মাঙ্কিপক্স৷ হু জানিয়েছে, মাঙ্কিপক্সের ভাইরাসটি পশু থেকে মানুষের মধ্যে ছড়ায়৷ এর লক্ষণগুলি অনেকটা স্মলপক্স বা গুটিবসন্তের মতো৷