Wednesday, July 2, 2025
Homeদেশনিয়ন্ত্রণ হারিয়ে মধ্যরাতে পথ দুর্ঘটনা,মৃত বিধায়কের ছেলে সহ ৬

নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যরাতে পথ দুর্ঘটনা,মৃত বিধায়কের ছেলে সহ ৬

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্কঃ বেঙ্গালুরুতে মাঝ রাতে গাড়ি দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে কোরামাঙ্গালার ফুটপাতে। সজোরে ধাক্কা মারে ভিআইপি নম্বর প্লেটের বিলাসবহুল গাড়িটি।  ঘটনায় মৃত ৭।  সূত্রের খবর, মৃত সকলেরই বয়স ২০ থেকে ৩০ এর  মধ্যে।

পুলিশ সূত্রে খবর, সোমবার মধ্যরাত পর্যন্ত শহরের একটি ক্লাবে উদ্যম পার্টি করছিল তামিলনাডুর হোসুরের  এক বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে করুন সাগর। তাঁর সঙ্গেই ছিল সমবয়সী আরও ৬ জন। পার্টি থেকে ফেরার পথে গাড়ি চালাচ্ছিল বিধায়কের ছেলে। এর পরই রাত ২.৩০ নাগাদ কোরামাঙ্গালার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। সজোরে ধাক্কা মারে ফুটপাতের একটি পোলে। গাড়ির গতি মাত্রাতিরিক্ত থাকার কারণে দুমড়ে মুচড়ে যায় অডি কিউ ৩ গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা ৬ জন। আহত আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৩ জনই মহিলা। এবং বাকি জন পুরুষ। এই বিষয়ে  স্থানীয় এক সংবাদ মাধ্যমকে বিধায়ক ডিএমকে জানিয়েছেন, ঘটনায় তাঁর ছেলে এবং ছেলের বান্ধবীও মারা গেছেন।

আরও পড়ুন  সরকারি চাকরিতে বদলি নিয়ে টানাপড়েন, ফেসবুক পেজে পোস্ট করে আত্মঘাতী চিকিৎসক

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়িতে থাকা কেউই সেসময় সিট বেল্ট পরে ছিলেন না। যার কারণে গাড়িটি সজোরে ধাক্কা মারলে এয়ারব্যাগ খোলেনি। ফলে ঘটনাস্থলে সকলেই মারা যান। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী মৃতরা হলেন ঈশিতা, ধনুশ, অক্ষয় গোয়েল, উৎসব, রোহিত। এঁদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। সকলেই ওই এলাকায় পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। এঁদের মধ্যে বেশ কয়েকজন কেরলের বাসিন্দাও রয়েছেন, বাকি কর্ণাটকের বিভিন্ন জেলার বাসিন্দা।

আরও পড়ুন কন্দাহারে হেলিকপ্টার থেকে ঝুলছে মানুষ, ভাইরাল নৃশংসতার ছবি

সোমবার এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গিয়েছে যে কিভাবে গাড়িটি দেওয়া ধাক্কা মেরেছে। ঘটনাটি জানা জানি হতেই সামনে  আসে দুর্ঘটনার ছবি-ভিডিও। যেখানে স্পষ্ট হয় গাড়ির পরিস্থিতি। মৃতদের দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।গাড়ির চালক সহ অন্যান্যরা মদ্যপ অবস্থায়  ছিলেন কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে  পুলিশ।

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39