ভোপাল: বিজেপির জন আর্শীবাদ যাত্রাকে ঘিরে উঠল পশু নির্যাতনের অভিযোগ৷ সেই অভিযোগ গড়াল থানা অবধি৷ বিজেপির বিরুদ্ধে পশু নির্যাতনের অভিযোগ এনেছে সাংসদ মানেকা গান্ধীর এনজিও৷ এমন ঘটনায় দলের উপর চটেছেন পশুপ্রেমী মানেকা গান্ধীও৷ নির্বাচন কমিশন এবং ইন্দোরের জেলাশাসকের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছেও নালিশ জানাতে চলেছেন মানেকা৷
কয়েক মাস আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জায়গা দেন নতুন মুখদের৷ কৃষক, দলিত এবং মহিলাদের মধ্যে থেকে অনেকে জায়গা পান মন্ত্রিসভায়৷ কেন্দ্রীয় সরকারের সেই পদক্ষেপের প্রচারে জন আর্শীবাদ যাত্রার আয়োজন করে বিজেপি৷ দেশের ২২টি রাজ্য ঘুরে গত বৃহস্পতিবার জন আর্শীবাদ যাত্রা পৌঁছয় ইন্দোর বিধানসভা আসনে৷ যে কেন্দ্রের বিধায়ক আকাশ বিজয়বর্গীয়৷ তাঁর বাবা কৈলাস বিজয়বর্গীয় পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক৷
আরও পড়ুন: বিজেপি দ্বন্দ্ব প্রকাশ্যে, ভোটে ভরাডুবির জন্য মেননকে দায়ী রাজ্য বিজেপি নেতার
ইন্দোরে মিছিল আয়োজনের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ যিনি নিজেও এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন৷ বৃহস্পতিবার ইন্দোরের বহু জায়গায় ঘোরে ওই মিছিল৷ তবে মিছিলে অংশ নেওয়া একটি ঘোড়া সকলের নজর কাড়ে৷ ঘোড়ার শরীরে বিজেপির দলীয় পতাকা এবং প্রতীক চিহ্ন পদ্মফুল আঁকা ছিল৷ এমন ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ পশুপ্রেমীরা ঘটনার তীব্র প্রতিবাদ করেন৷ সূত্রের খবর, মানেকা গান্ধীও ঘনিষ্ঠ মহলে দলের আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন৷
এর পরই ইন্দোরের স্থানীয় থানায় পিপল ফর অ্যানিম্যাল (পিএফএ)- নামে এক এনজিও-র তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ পিএফএ-র প্রেসিডেন্ট প্রিয়াংশু জৈন জানান, পশুর অপব্যবহার পশু নির্যাতনের সামিল৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে পুলিশকে৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সচিবালয়েও চিঠি পাঠানো হচ্ছে৷