Wednesday, July 2, 2025
Homeদেশমুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে সঙ্ঘের শ্রমিক সংগঠন, কটাক্ষ কংগ্রেসের

মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে সঙ্ঘের শ্রমিক সংগঠন, কটাক্ষ কংগ্রেসের

Follow Us :

নয়াদিল্লি: কেন্দ্রের National Monetisation Pipeline বা জাতীয় নগদীকরণ পাইপলাইন নিয়ে শুরু থেকেই চলছে বিতর্ক। এরই মাঝে ওই সঙ্ঘের শম্রিক সংগঠন ওই মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শুরুর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। যা নিয়ে কেন্দ্রকে পালটা কটাক্ষ করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদাম্বরম।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ(RSS)-র মতাদর্শ মেনে রাজনীতি করে বিজেপি। আর ওই সঙ্ঘেরই শ্রমিক সংগঠন হচ্ছে ভারতীয় মজদু সঙ্ঘ(BMS)। কেন্দ্রের বিরুদ্ধে আগামী ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করতে চলেছে। এর আগে কেন্দ্রের নিয়ে আসা নয়া কৃষি আইন নিয়েও সরব হয়েছিল সঙ্ঘের কৃষক সংগঠন। ওই আইন প্রত্যাহারের দাবিও উঠেছিল।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেওয়াকে কেন্দ্র করে নানুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

এই নিয়েই কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রের প্রতি। প্রশ্ন তুলেছেন, সঙ্ঘের শ্রমিক সংগঠন কী জাতীয় নগদীকরণ পাইপলাইন সম্পর্কে অবগত? মঙ্গলবার সকালে টুইট করে তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী দাবি করে থাকেন যে জাতীয় নগদীকরণ পাইপলাইন থেকে বিপুল লাভ হবে। তাহলে সেই বিষয়টি কী ভারতীয় মজদুর সঙ্ঘকে বোঝাতে পেরেছে? ভরতীয় মজদুর সঙ্ঘ RSS-এর শ্রমিক সংগঠন।”

P Chidambaram
দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম

সেই সঙ্গে ইউপিএ জমানার গুরুত্বপূর্ণ মন্ত্রীর আরও প্রশ্ন, “জাতীয় নগদীকরণ পাইপলাইন প্রকল্প ঘোষণার আগে কী ওই সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছিল?” কোনও প্রকারের আলোচনা ছাড়াই জাতীয় নগদীকরণ পাইপলাইন-র মতো বড় প্রকল্পের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে দাবি করেছেন চিদাম্বরম। দেশের বাণিজ্য নগরী মুম্বইতে গত ৩সেপ্টেম্বর তাঁর তোলা ২০টি প্রশ্নের জবাব অর্থমন্ত্রীকে দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- ভারতে হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করেছে ইংরেজরা : ভগবত

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) জানিয়েছেন, এই প্রকল্পের মধ্যে দিয়ে রেল, জাতীয় সড়ক, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহণ, তেল ও গ্যাসের পাইপলাইন থেকে শুরু করে ২৫টি বিমানবন্দর, কলকাতা-হলদিয়ার মতো জাহাজবন্দরের পরিকাঠামোও তুলে দেওয়া হবে কোনও বেসরকারি সংস্থার হাতে। যা নিয়ে শুরু থেকেই সরব কংগ্রেস। এই জাতীয় নগদীকরণ পাইপলাইন ‘বড় দুর্নীতি’ এবং ‘দিনে ডাকাতি’ বলে কটাক্ষ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় পি চিদাম্বরম।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39