skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent NewsCovid in India: দেশে একদিনে পাঁচ হাজার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Covid in India: দেশে একদিনে পাঁচ হাজার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Follow Us :

নয়াদিল্লি: শনিবারের পর রবিবারও(covid in India) একলাফে অনেকটাই বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের(covid new cases) সংখ্যা। তবে স্বস্তি দিয়ে কমেছে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রবিবার সকাল পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, তাতে উল্লেখ করা রয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৫৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ৭৭৫।

একদিনে গোটা দেশে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৮৪ জনের। গতকাল দৈনিক মৃ্ত্যুর সংখ্যা ছিল ৪০৬। করোনায় আক্রান্তের সঙ্গে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। রবিবার সকাল পর্যন্ত গোটা দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৮০১।

দেশজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এই মুহূর্তে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৫২৫। এখনও পর্যন্ত দেশের ২৩ টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। স্বস্তি রয়েছে সুস্থতার হারে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৬০ জন।

আরও পড়ুন: Covid-19: সোমবার থেকে রাজ্যে বিধিনিষেধ? আজ ঘোষণা করতে পারে নবান্ন

দেশে ওমিক্রন সংক্রমণের শীর্ষে বাণিজ্যনগরী। এদিন সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত ৪৬০ জন। তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। একদিনে গুজরাতে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। তামিলনাড়ুতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১১৭ এবং কেরালায় আক্রান্ত হয়েছেন ১০৯ জন।

গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২০।

RELATED ARTICLES

Most Popular