পানজিম: আরব সাগরের তীরেও কী এবার ফুটবে ঘাসফুল? সোমবার সেই জল্পনা উস্কে দিয়ে কংগ্রেস থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক লুইজিনহো ফ্যালিরো। এদিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে নিজের ইস্তফার কথা জানিয়েছেন তিনি। দলের উন্নতির কোনও আশাই তিনি দেখছেন না বলে দাবি করেছেন ওই চিঠিতে।
এদিকে তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আগামীকাল মঙ্গলবারই কলকাতায় আসছেন ফ্যালিরো। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি।

তবে সেই জল্পনার মধ্যেই সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল ফ্যালিওর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র যিনি নরেন্দ্র মোদিদের কঠিন লড়াইয়ে মুখোমুখি দাঁড় করিয়েছেন। তিনি একজন লড়াকু যোদ্ধা। যিনি পথে নেমে লড়তে ভালোবাসেন। আগামী লোকসভা নির্বাচনে মোদিকে সরাতে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোকে মমতার ‘ফর্মুলা’ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত ভবানীপুরে ১৪৪ ধারা চাই, কমিশনে আর্জি বিজেপির
সূত্রের খবর বিগত বেশ কিছুদিন ধরেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বিরোধ চলছিল ফ্যালিরোর। সেই কারণেই ইস্তফার পথে হাঁটলেন নাভেলিমের এই বিধায়ক। তবে দলীয় সংঘাত নিয়ে এদিন প্রশ্ন করলে কংগ্রেস নিয়ে কটু মন্তব্য করতে চাননি তিনি। বরং নিজেকে দল এবং কংগ্রেসী পরিবারের সদস্য থাকবেন বলেই দাবি করেন তিনি। দীর্ঘ ৪০ বছর ধরে গোয়ায় কংগ্রেসী রাজনীতির সঙ্গে জড়িয়ে ছিলেন ফ্যালিরো। তাই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেও দল বিরোধী কোনও কথা এখনই মুখ ফুটে বলতে নারাজ তিনি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে তৃণমূল সূত্রের খবর, বিগত কিছুদিন ধরেই ফ্যালিরোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে তৃণমূল। এমনকী তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রবিবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার এসে এমনটাই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই ফ্যালিরোর কলকাতা সফর সেই সম্ভাবনাকে আরও জোরদার করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আগামী বছর ২০২২’র ফেব্রুয়ারিতেই নির্বাচন গোয়ায়। উত্তর-পূর্বের রাজ্য গুলির মত আরব সাগরের তীরে ছোট্ট রাজ্যটিকেও পাখির চোখ করেছেনছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে ঘুঁটি সাজানোও শুরু করেছে তৃণমূল। সম্প্রতি গোয়ার হাবভাব বুঝতে সে রাজ্যে গিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রসূন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপি শাসিত গোয়া নিয়ে ইতিমধ্যেই গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দিয়েছে পিকের দল।
আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে কংগ্রেস হারছে, তৃণমূল জিতছে: অভিষেক
উল্লেখ্য, ১৯৭৯ সালে নাভেলিম কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন ফ্যালিরো। নব্বইয়ের দশকে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে দুবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। এখনও রাজ্যে তার জনসমর্থন রয়েছে যথেষ্ট। তাই ফ্যালিরোর হাত ধরেই পুরনো পর্তুগিজ উপনিবেশটিতে ঘাস ফুল ফোটে কিনা সেটাই দেখার।