Wednesday, July 2, 2025
HomeদেশGirl Wish | PM Modi | মোদিজি আমার কথাও শুনুন, প্রধামন্ত্রীর...

Girl Wish | PM Modi | মোদিজি আমার কথাও শুনুন, প্রধামন্ত্রীর কাছে আবেদন একরত্তি সীতারের, ভাইরাল ভিডিও

Follow Us :

জম্মু ও কাশ্মীর:   ছোট কাশ্মীরি মেয়ে সীতার নাজ (Kashmiri Girl Sita Naaz) খুশি নয় স্কুলের পরিবেশে। স্কুলে বসার বেঞ্চ নেই,  নোংরা মেঝেতে বসতে হয়। তাতে পোশাক ময়লা হয়। ফলে প্রতি দিন বাড়িতে মায়ের হাতে মার খেতে হচ্ছে। এমন কি স্কুলের ভগ্নপ্রায় দশায় পড়ে রয়েছে শৌচালয়। স্কুলের বাইরে যেতে হয় শৌচকর্মে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার এক একরত্তি স্কুলছাত্রী সীতার শুনে ছিল প্রধানমন্ত্রী সবার কথা শোনেন। তাই তাঁর সকল অভিযোগ নিয়ে দ্বারস্থ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister of India Narendra Modi) কাছে। ছোট মেয়েটির ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিয়ো বার্তায় সে বলেছে,  মোদিজি আপনি গোটা দেশের কথা শোনেন। আমার কথাটাও শুনুন। আমাদের একটা ভাল সুন্দর স্কুল তৈরি করে দিন। একরত্তির করুন আবেদনের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

কাঠুয়ার লোহাই-মালহার গ্রামের (Lohai-Malhar village in Kathua) বাসিন্দা সীরাত নাজ। সে ওই এলাকার সরকারি স্কুলে পড়ে। কিন্তু সেই স্কুলের বেহাল দশা ছোট্ট সীরাত তুলে ধরেছে। সে বিশ্বাস করে, মোদি সবার কথা শোনেন। ফলে তার কথাও শুনবেন। তাঁর স্কুলটিকে পড়াশোনার যোগ্য করে তোলার জন্য প্রধানমন্ত্রীর কাছে তৈরি করে দেওয়ার আবেদন করেছেন। এই আর্জি নিয়েই সীরাত একটি ভিডিয়ো বানিয়েছে। পাঁচ মিনিটের কম দৈর্ঘের। সেই ভিডিয়োটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ২০ লক্ষ মানুষ।

আরও পড়ুন:Karnataka Assembly Election 2023 | কর্নাটক বিজেপিতে ধাক্কা, লিঙ্গায়ত নেতা সাভাডির কংগ্রেসে যোগ 

ভিডিয়োয় নিজের স্কুলের অবস্থা তুলে ধরে। দুটি বন্ধ দরজা দেখিয়ে সে জানান, ওই দুটি প্রধান শিক্ষকের ঘর এবং স্টাফ রুম। আমাদের মেঝে কী রকম ময়লা হয়ে আছে। বেঞ্চ নেই,  আমাদের এই ময়লা মেঝেতে বসতে হয়। শৌচাগারের অবস্থা দেখিয়ে সে বলে, “দেখুন আমাদের টয়লেট কী নোংরা, ভেঙেও গিয়েছে। সে বাইরের এক নালা দেখিয়ে জানায়, সেখানেই তাদের শৌচাগারের কাজ সারতে হয়। তার পরে সীরাত বলে, প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি,  সুন্দর করে স্কুলটা বানিয়ে দিন। যাতে আমাদের মেঝেতে বসতে না হয়। মায়ের কাছে মার খেতে না হয়। যাতে আমরা ভাল করে পড়াশোনা করতে পারি। ভিডিয়োটির শেষে সে বলে,  মোদীজি আপনি গোটা দেশের কথা শোনেন। আমার কথাও শুনুন। দেশের প্রধানমন্ত্রীকে  একরত্তির আবেদন দেখে অনেকেই আবেগঘন হয়ে পড়েছেন।

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39