কলকাতা টিভি ওয়েব ডেস্ক: প্রবল গরম সঙ্গে চরম পানীয় জল ও বিদ্যুৎ সংকট। সবমিলিয়ে ক্ষোভে ফুঁসছেন জম্মু’র সাধারণ মানুষ। জম্মু শহরেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আবহাওয়ার এই রকম চরম পরিস্থিতিতে জম্মু রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিদ্যুৎ সংকট। গরমে দফায় দফায় লোডশেডিংয়ে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত।
আবহাওয়া দফতরও কোনও আগাম সুখবর শোনাতে পারেনি। এখনই এই প্রবল গরম এবং তাপপ্রবাহ খেকে মুক্তি পাওয়ার কোনও খবর নেই আবহাওয়া দফতরের কাছে। বরং আগামী দিনে তাপমাত্রা একই রকম ভাবে ঊর্ধ্বমুখী থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। জম্মু শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ দশমিক ৪ ডিগ্রি বেশি। রেকর্ড জানাচ্ছে মরশুমে এই প্রথম দিনেরবেলায় জম্মুর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁল। জম্মুর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: Elon Musk Coca-Cola: টুইটারের পর কোকাকোলা কিনছেন? এলন মাস্কের টুইটে জল্পনা তুঙ্গে
আবহাওয়ার এই রকম একটা চরম পরিস্থিতির মধ্যে চলছে চরম পানীয় জলের সংকট জম্মুতে। তার মধ্যে রাজ্যের একাধিক প্রান্তে চলছে দফায় দফায় লোডশেডিং। তিতিবিরক্ত সাধারণ মানুষ এর বিরুদ্ধে পথে নেমেছেন। জম্মুর সংখ্যালঘু সাধারণ মানুষের অভিযোগ, রমজান মাসের এই সময় এরকম দফায় দফায় লোডশেডিংয়ের ফলে তাঁদের চরম অসুবিধার সামনে পড়তে হচ্ছে।