প্রয়াগরাজ: বিদ্যুৎ দফতরের আধিকারিকের ফেয়ারওয়েলে উদ্দাম নাচের জের। প্রয়াগরাজে ঊর্ধ্বতন আধিকারিকের কোপে বিদ্যুৎ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়র। এই অশ্লীল নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার ওই জুনিয়র ইঞ্জিনিয়রকে সাসপেন্ড করেছেন।
ঘটনাটি ৪ মে-র। ওইদিন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের হনুমান ভাটিকা, সালেম সরাইতে বিদ্যুৎ দফতরের আধিকারিক রাজমঙ্গল সিংয়ের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খাওয়া-দাওয়ার পাশাপাশি বিনোদনের জন্য গান-বাজনারও ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় বিদ্যুৎ দফতরের এক ইঞ্জিনিয়ার গানের তালে পা মেলান। সেই অশ্লীল নাচের ভিডিও রেকর্ড করে সোশাল মিডিয়ায় ছেড়ে দেয় কেউ। যা রীতিমতো ভাইরাল হয়।
प्रयागराज: विदाई समारोह में अश्लील डांस पर बिजली विभाग के जेई सस्पेंड।
विभाग अवर अभियंता आरती रजक ने खूब लगाए थे बार बालाओं के साथ ठुमके।
अधिशासी अभियंता राज मंगल सिंह का हुआ था ट्रांसफर।
वायरल वीडियो की जांच के बाद बिजली विभाग ने जेई को किया निलंबित।@UPPCLLKO pic.twitter.com/NgXN04CNaJ— Newstrack (@newstrackmedia) May 9, 2022
এর পরই নড়েচড়ে বসেন বিদ্যুৎ দফতরের ঊর্ধ্বতন আধিকারিকেরা। সাসপেন্ড করা হয় ওই ইঞ্জিনিয়ারকে। সাসপেনশন লেটারে লেখা ছিল, ‘জুনিয়র ইঞ্জিনিয়ার আর. পি রজককে এক অচেনা মহিলার সঙ্গে অবিরাম নাচতে দেখা গিয়েছে। এতে বিদ্যুৎ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত রীতি ভঙ্গ করায় সাসপেন্ড করা হয়েছে।’
আরও পড়ুন: Khalistan Flags: বিধানসভায় খলিস্তানি পতাকা, নিষিদ্ধ শিখ গ্রুপের নেতার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা