পাটনা: আজ ১১ জুলাই ৭৭ বছরে পা দিলেন বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। রাজনীতির আঙিনায় বর্ণময় চরিত্র লালু বরাবর চমক দিতে ভালোবাসেন। জন্মদিনেও চমক রয়েছে, ৭৭তম জন্মদিনে ৭৭ কেজি ওজনের কেক কাটবেন তিনি। বাসভবন রাবড়ি রেসিডেন্সে হবে এই কেক কাটার অনুষ্ঠান। লালুর দল রাষ্ট্রীয় জনতা (RJD) দলের কর্মী-সমর্থকরা আজকের দিনটি আনন্দ উৎসব হুল্লোড় করে কাটাবেন।
গতকাল মধ্যরাতেই জন্মদিনের একপ্রস্থ সেলিব্রেশন হয়েছে, তবে তা পুরোটাই পারিবারিক। ছবিতে দেখা গেল, ছেলে তেজপ্রতাপ যাদবকে (Tej Pratap Yadav) কেক খাওয়াচ্ছেন লালু। স্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) এবং মেয়েকেও দেখা গেল।
আরও পড়ুন: সদ্য নির্বাচিত সাংসদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ!
জন্মদিন নিয়ে একবার জনপ্রিয় নেতা বলেছিলেন, আমি এখনও জানি না ঠিক কবে আমার জন্মদিন। আমার স্কুল সার্টিফিকেটে যেটা জন্মদিন হিসেবে নথিভুক্ত করা আছে, সে দিনটাই পালন করে এসেছে আমার দলের কর্মীরা।
প্রসঙ্গত, লালুপ্রসাদ রাজনীতিতে প্রথমবার নিজেকে চিনিয়েছিলেন ১৯৭৭ সালে। বিহারের ছাপড়া আসন (অধুনা সারান) থেকে লোকসভার সাংসদ হয়েছিলেন তিনি। নির্বাচনে একাধিকবার হেরেছেন তিনি, কিন্তু কখনও স্পটলাইট থেকে সরে যাননি। চার দশকের রাজনৈতিক জীবনের পর এখনও তিনি বর্ণময়।
দেখুন অন্য খবর: