কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিদ্রোহী শিবসৈনিকদের সমঝোতার বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একনাথ শিন্ডে গোষ্ঠীকে এক আবেগঘন বার্তায় দলনেতা বলেছেন, গুয়াহাটি থেকে মুম্বই ফিরে আসুন। এখানে ফিরে এসে আপনারা আলোচনায় বসুন। আপনাদের ক্ষোভ-বিক্ষোভ নিয়ে আলোচনা করে সমস্যা মেটাই। তিনি আরও বলেছেন, আমি নিশ্চিত, আলোচনার মাধ্যমে একটা না একটা রাস্তা বেরবেই। আমরা ঠিক একটা সমাধানের পথ খুঁজে বের করতে পারব।
বিদ্রোহীদের শিবসৈনিক পরিবারেরই সদস্য এবং সেই পরিবারের অভিভাবক হিসেবে তাঁর আর্জি, আপনাদের আমি দুশ্চিন্তায় আছি। গুয়াহাটি থেকে নিজের রাজ্যে নিজের ঘরে ফিরে আসুন। ঠাকরে বলেছেন, আপনারা বেশ কয়েকদিন ধরে ঘর ছেড়ে গুয়াহাটিতে পড়ে রয়েছেন। প্রতিদিন আপনাদের সম্পর্কে নানান কথা কানে আসছে। আপনারা আজও শিবসেনাই রয়েছেন। আপনাদের পরিবারও আমার সঙ্গে কয়েকজন যোগাযোগ করেছেন।
আরও পড়ুন: Mamata Maharashtra: কোটি কোটি টাকা দিয়ে মহারাষ্ট্রের সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি, তোপ মমতার
ঠাকরে আরও বলেছেন, শিবসেনা পরিবারের প্রধান হিসেবে আমি আপনাদের ভাবাবেগ বুঝতে পারছি। আমি অন্তরের অন্তস্থল থেকে বলছি, কোনও সন্দেহ নেই, সব সমস্যারই সমাধানের পথ আছে। আসুন, বসুন আলোচনা করি।
বার্তার শেষে ঠাকরে এও বলেছেন, শিবসেনায় আপনাদের যে সম্মান দেওয়া হয়েছে, তা আর কোথাও পাবেন না। তাই কোনও ভুল পদক্ষেপ নেবেন না। আপনারা এগিয়ে আসুন, কথায় সব সমস্যার সুরাহা সম্ভব, বার্তায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।