দিল্লি : নারদ মামলায় ম্যাথু স্যামুয়েল নিজের অটোবায়োগ্রাফি লেখার জন্য চার্জশিটের কপি ও ৯৯ টি ভিডিও টেপের কপি চেয়ে আদালতে আবেদন জানায়। তাঁর দাবি এই অটোবায়োগ্রাফি লেখার জন্য এই দুটি জিনিসের প্রয়োজন। এই বিষয়ে নিউ দিল্লির রাউজ এভিনিউ কোর্টে আবেদন জানান তিনি।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আগে সামনে আসে নারদ স্টিং অপারেশনের ফুটেজ৷ সেখান থেকেই প্রকাশ্যে এসেছিল ম্যাথু স্যামুয়েলের নাম। আদালত শর্তসাপেক্ষে তার চার্জশিটের আবেদন মঞ্জুর করলেও ভিডিও টেপ নিয়ে তাঁর আবেদনে সাড়া দেয়নি আদালত। আদালত চার্জশিটের আবেদন মঞ্জুর করে জানায়, তার পুরনো মেমারি গুলি রিফ্রেশ করতে তাঁকে চার্জশিটের কপি দেওয়া যেতে পারে। কিন্তু এই চার্জশিটের কপির রেফারেন্স নিয়ে তিনি তাঁর অটোবায়োগ্রাফিতে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ আনতে পারবেন না।