Tuesday, October 7, 2025
spot_img
HomeScrollভান্স আর ক্লিনটনের সফর মিলল পাক জঙ্গি হামলায়, দেখুন স্পেশাল রিপোর্ট

ভান্স আর ক্লিনটনের সফর মিলল পাক জঙ্গি হামলায়, দেখুন স্পেশাল রিপোর্ট

ওয়েব ডেস্ক: পেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার ঘটনা স্মৃতি ফিরিয়ে আনল জেডি ভান্সের(Jd Vance)ভারত সফরের আগে কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা।

পেলগাঁওয়ে গতকাল জঙ্গি হামলায় যেভাবে ২৬জন নিহত হয়েছেন, ২০০০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের (Bill Clinton) ভারত সফরের সময়তেও কাশ্মীরে বড়সড় সন্ত্রাসী হামলা হয়েছিল।

আরও পড়ুন: পহেলগাঁও কাণ্ডে কড়া জবাব ভারতের

সালটা ২০০০, ২০ মার্চ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ভারত সফরের উদ্দেশে যাচ্ছিল। আর তাঁর ভারত সফরের ঠিক আগে অনন্তনাগের চিত্তিসিংহপোরা গ্রামে জঙ্গিরা ৩৫ শিখ পুরুষকে গুলি করে হত্যা করেছিল। সেটিই ছিল প্রথম বড় আক্রমণ। আর এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফরের আগেও ঘটল একই ঘটনা।

গতকাল অর্থাৎ মঙ্গলবার পেহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা ঘটে যায়। নিহত কমপক্ষে ২৬। আর ঠিক ২৫ বছর আগে ২০ মার্চ প্রেসিডেন্ট ক্লিনটনের ভারত আসার কয়েক ঘণ্টা আগে অনন্তনাগের চিত্তিসিংহপোরা ঘটেছিল একই রকম ঘটনা। সেবার নিহতের সংখ্যা ছিল ৩৫।

দেখুন অন্য খবর

Read More

Latest News