নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session) শুরু হবে ২৫ নভেম্বর। প্রায় একমাস যাবত চলে তা শেষ হবে ২০ ডিসেম্বর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (President Droupadi Murmu) দুই কক্ষেই (লোকসভা এবং রাজ্যসভা) এই সময়ে অধিবেশন চলার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এই প্রস্তাব রাষ্ট্রপতির কাছে রেখেছিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: আমার বাড়িতে প্রধানমন্ত্রীর আসা কোনও ভুল নয়, মন্তব্য প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের
২৬ নভেম্বর ভারতের ৭৫তম সংবিধান দিবস (Constitution Day)। রিজিজু এও জানিয়েছেন, সংবিধান সদনের সেন্ট্রাল হলে ওই দিনটি পালিত হবে। দেশের সবথেকে মৌলিক নথির সম্মানে সেন্ট্রাল হলে জড়ো হবেন লোকসভা এবং রাজ্যসভার সদস্যেরা।
দেখুন অন্য খবর: