ওয়েব ডেস্ক: তাহলে কি মন্দিরে অতিরিক্ত ভক্তের সমাগম কাল হয়ে দাঁড়াল? ভারতের অন্যতম জনপ্রিয় মন্দিরে পদপিষ্ট (Stampede) হয়ে প্রাণ হারালেন ছ’জন। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি মন্দিরে (Tirupati Temple) ভক্তদের ভিড়ে হুড়োহুড়ির জেরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার সন্ধ্যায় সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ অন্তত ছ’জনের। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহতও হয়েছেন।
#WATCH | Andhra Pradesh | Visuals from outside Sri Venkateswara Ramnarayan Ruia Government General Hospital in Tirupati where the injured of the stampede that occurred at Vishnu Nivasam in Tirupati are admitted.
Four people have lost their lives in the stampede. pic.twitter.com/iLC5WHPfvP
— ANI (@ANI) January 8, 2025
দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় তীর্থস্থান তিরুপতি। এই মন্দির ভক্ত সমাগমের জন্যই বিশেষভাবে পরিচিত। তাই সেখানকার ভিড় সামলানোর জন্য রয়েছে দারুণ সব ব্যবস্থাপনাও। কিন্তু সেখানে এবার অতিরিক্ত ভিড়ের জেরে এমন দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল।
?#BREAKING | திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வாங்கும் போது நேர்ந்த சோகம்
உயிரிழந்தவர்களில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட தகவல்#Tirumala #Tirupati #Stampede #SparkMedia pic.twitter.com/KPhIZ04IOF
— Spark Media (@SparkMedia_TN) January 8, 2025
আরও পড়ুন: ২৫ বছর ধরে বন্দি, মুক্তি দিল সুপ্রিম কোর্ট
পিটিআই সূত্রে জানা গিয়েছে, মন্দিরের সামনের দিকে থাকা ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টিকিট কেন্দ্রের কাছে বৈরাগী পট্টিতা পার্কে এই দুর্ঘটনাটি ঘটেছে। ১০ দিনের বৈকুণ্ঠ একাদশী থাকার জন্য বুধবার সকাল থেকেই সেখানে ভক্তদের লম্বা লাইন পড়ে। সন্ধ্যার সময় টিকিটকেন্দ্রের সামনে ভক্তসংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়। সেই সময় টোকেন বিলি শুরু হওয়ার ঘোষণা হয়। সঙ্গে সঙ্গে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মন্দির কর্তৃপক্ষ ভিড় সামলানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
#WATCH | Tirupati stampede | TTD (Tirumala Tirupati Devasthanams) Board Member Bhanu Prakash Reddy says, ” …To distribute tokens for ‘Ekadasi Darshan’, we opened 91 counters…it is unfortunate that stampede happened. 6 devotees died in the stampede, 40 have sustained injuries,… pic.twitter.com/qnBprkFouj
— ANI (@ANI) January 8, 2025
দুর্ঘটনার খবর পেয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম ট্রাস্টের চেয়ারম্যান বিআর নাইডুর সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাটি নিয়ে জরুরি প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
দেখুন আরও খবর: