Wednesday, July 2, 2025
HomeদেশSitapur Incident: 'বেচাল' স্ত্রীকে সবক শেখাতে খুনের পর টুকরো করে ফেলল স্বামী,...

Sitapur Incident: ‘বেচাল’ স্ত্রীকে সবক শেখাতে খুনের পর টুকরো করে ফেলল স্বামী, সঙ্গী বন্ধু

Follow Us :

লখনউ: দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে। এবার নিজের স্ত্রীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নিহত ওই মহিলার নাম জ্যোতি। শ্রদ্ধার মতো এই জ্যোতিরও একই পরণতি করল তাঁর স্বামী। খুন করে দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলার অভিযোগ উঠল অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। সীতাপুর থানার পুলিশ স্বামী পঙ্কজ মৌর্য ও তার এক বন্ধু দুর্জন পাসিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সীতাপুর জেলার রামপুর কালান থানার গুলারিহা থেকে গত ৮ নভেম্বর জ্যোতির টুকরো করা দেহ উদ্ধার করা হয়। এরপরই তদন্তে নেমে পুলিশ জ্যোতির স্বামী পঙ্কজ ও দুর্জনকে গ্রেফতার করে। পুলিশের জেরায় পঙ্কজ স্বীকার করেছে যে, তিনি তাঁর বন্ধুকে নিয়ে স্ত্রীকে খুন করেছেন। পাশাপাশি পঙ্কজ আরও জানিয়েছেন, জ্যোতি প্রতিদিন মাদকসেবন করতেন। এমনকী নিজের বাড়ি ছেড়ে এক যুবকের বাড়িতে থাকতে শুরু করেছিলেন তিনি। এ কারণে ১০ বছরের বেশি সময়ের দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। এরপরই পঙ্কজ জ্যোতিকে খুন করার পরিকল্পনা করে। বন্ধু দুর্জনকে সঙ্গে নিয়ে খুন করার ছক কষে তিনি। প্রথমে জ্যোতিকে খুন করে পঙ্কজ। তারপর তাঁর দেহকে টুকরো টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দেয়।

আরও পড়ুন:Visva Bharati: ১০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত বিশ্বভারতীর উপাচার্য

উত্তরপ্রদেশ পুলিশের দুটি দলের যৌথ প্রচেষ্টায় সফলভাবে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39