skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeদেশফোনে আড়ি পাতা নিয়ে তুমুল বিতর্ক, বিবৃতি দিল পেগাসাস নির্মাতা এনএসও

ফোনে আড়ি পাতা নিয়ে তুমুল বিতর্ক, বিবৃতি দিল পেগাসাস নির্মাতা এনএসও

Follow Us :

নয়াদিল্লি: পেগাসাস ব্যবহার করে এদেশের বহু রাজনৈতিক নেতা, সাংবাদিক, বিচারপতি, শিল্পপতি, ব্যবসায়ী, সমাজকর্মীদের ফোনে আড়ি পাতা হয়েছে৷ ২০১৯ সালের পর দ্বিতীয়বার সাইবার হামলার ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে৷ খবরের শিরোনামে উঠে এসেছে ইজরায়েলি সংস্থা এনএসও-র নাম৷ এদের তৈরি সফটওয়্যারই হল পেগাসাস স্পাইওয়্যার৷ যেটি চারটি মহাদেশের ভারত-সহ ১০টি দেশের প্রায় ১ হাজার ৪০০ জনের ফোনে ঢুকিয়ে গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ৷

আরও পড়ুন: ‘পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদির নাভিশ্বাস, ডেঞ্জারাস, ফেরোসাস’

গত রবিবার আড়ি পাতার ফরেন্সিক রিপোর্ট প্রকাশ্যে আনে বিশ্বের ১৭টি সংবাদমাধ্যম৷ সেই থেকে তুলকালাম শুরু হয়েছে৷ অভিযোগের তির এনএসও-র দিকে৷ এতদিন ইজরায়েলি সংস্থাটি সব অভিযোগ অস্বীকার করে আসছিল৷ কিন্তু আজ, বুধবার সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়৷ তাতে বলা হয়েছে, ফরবিডেন স্টোরিজ এবং স্বার্থন্বেষী কয়েকটি গ্রুপ সুসংবদ্ধভাবে পরিকল্পনা করে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে৷ তাই এর পর থেকে মিডিয়ার কোনও প্রশ্নের কোনও প্রতিক্রিয়া তারা দেবে না৷

বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়েছে, এনএসও একটি তথ্যপ্রযুক্তি সংস্থা হলেও তাদের নিয়ন্ত্রণে সিস্টেম চলে না৷ সেই কারণে গ্রাহকদের তথ্যের নিয়ন্ত্রণও তাদের হাতে নেই৷ তবে তাদের তৈরি সফটওয়্যারের অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংস্থার তরফে পুরো তদন্ত করা হবে৷ প্রয়োজন হলে সিস্টেম বন্ধ করে দেওয়া হবে৷

দু’বছর আগে ফোনে আড়ি পাতা সংক্রান্ত একটি তালিকা হাতে পায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং প্যারিসের অলাভজনক সংস্থা ফরবিডেন স্টোরিজ৷ সেই তালিকার ভিত্তিতে ১৭টি সংবাদমাধ্যম গোপনে তদন্ত চালিয়ে যায়৷ ফরেন্সিক পরীক্ষায় জানা যায়, টার্গেট ফোনগুলির কয়েকটিতে পেগাসাস ইনস্টল করা হয়েছে৷ তার পর গত রবিবার বোমা ফাটায় সংবাদমাধ্যমগুলি৷

আরও পড়ুন: ২০২৪-এর লড়াই এখন থেকে শুরু, পেগাসাস ডেঞ্জারাস: মমতা

এনএসও এর আগে দাবি করেছিল, জঙ্গি এবং অপরাধমূলক ঘটনা নিয়ন্ত্রণে তারা এই সফটওয়্যার শুধুমাত্র সরকারকেই দেয়৷ তবে এদিন তারা জানায়, ওই তালিকায় নাম থাকা ব্যক্তিরা পেগাসাসের টার্গেট নন৷ কেউ যদি দাবি করেন তালিকায় থাকা নামের কারওর ফোনে পেগাসাস ব্যবহার করা হয়েছে তাহলে সেটা মিথ্যা এবং ভুল৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
00:00
Video thumbnail
আজকে (Aajke) | পিটিয়ে মারা থেকে চোপড়া, আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠবেই
00:00
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক
00:00
Video thumbnail
Rahul Gandhi | মোদিকে চিঠি রাহুলের, কী চাইছেন দেখুন
00:00
Video thumbnail
Politics | পলিটিক্স (02 July, 2024)
14:55
Video thumbnail
Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক (পর্ব-২)
12:02
Video thumbnail
Aajke | এ এক আজব রাজ্যপাল, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত
10:54
Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
07:33:25
Video thumbnail
Kalyan Banerjee | ওম বিড়লাকে কী বললেন কল্যাণ? তারপর সংসদে কী হল দেখুন
08:23:26
Video thumbnail
Akhilesh Yadav | সংসদে হেরো সরকার, আর কী বললেন অখিলেশ? উত্তাল সংসদ
08:13:19