skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsKMC Election 2021: কাউন্সিলর পদে টিকিট মিলল না, ২৪ ঘণ্টার মধ্যে দল...

KMC Election 2021: কাউন্সিলর পদে টিকিট মিলল না, ২৪ ঘণ্টার মধ্যে দল পাল্টে তৃণমূল থেকে কংগ্রেসে

Follow Us :

 কলকাতা:  পুরভোটের (Kolkata Municipal Election 2021) টিকিট না পেয়ে দল বদলের হিড়িক৷ সিপিএম থেকে তৃণমূল তো, তৃণমূল থেকে কংগ্রেস৷ শনিবার কলকাতা পুরসভার (Civic Polls) ৮ ও ১৪১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন দুই কাউন্সিলর কংগ্রেসে যোগ দিয়েছেন৷ দুপুরে ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএমের প্রাক্তন কাউন্সিলর বিলকিস বেগম (Bilkis Begum) তৃণমূলে যোগ দিয়েছেন৷ দল বদলের কারণ কি শুধু টিকিট না পাওয়া? উত্তর বিচিত্র৷

বিলকিস বেগমের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন৷ ১৪১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বক্তব্য, ‘নিজে দল বদল করতে চাইনি৷ অনুগামীদের চাপে পুরনো দলে ফিরে এসেছি৷’ আর পার্থ মিত্র প্রথমবার ফোন রিসিভ করে দশ মিনিট বাদে পুনরায় কল করতে অনুরোধ করেন৷   কিন্তু, দশ মিনিট পর একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকে তাঁর৷ স্বাভাবিক ভাবেই যোগাযোগ করতে পারেনি কলকাতা টিভি ডিজিটাল৷

যাই হোক, দলল বদল করে পার্থ মিত্র কংগ্রেসের টিকিটে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন৷ অন্য দিকে, মমতা বেগম ১৩৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন৷ শনিবার রাত পর্যন্ত বিলকিস বেগমের প্রার্থী হওয়ার খবর পাওয়া যায়নি৷

এ দিকে এ দিন রাত পর্যন্ত রাজ্যের বিরোধী দল বিজেপি কোনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি৷ যা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে৷ পুরভোটের দায়িত্ব প্রাপ্ত দলের অন্যতম তিন সৈনিক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও রাজু বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিংহ মাহাতো অনুপস্থিত  ছিলেন৷ এ কারণে অনেকেই কটাক্ষ করতে শুরু করেছেন যে, কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপি কয়টি আসনে জিতবে, তা  এই মুহূর্তে উদ্বেগের বিষয় নয়। উদ্বেগ অন্য জায়গায়৷ তা হল, কয়টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারবে বিজেপি? কারণ, শাসকদল তৃণমূল কংগ্রেস ও বামেরা পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ শনিবার সন্ধেয় প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস৷

আরও পড়ুন-পুরভোট নিয়ে বিজেপির বৈঠক, যোগ দিলেন না অর্জুন সিং

বিজেপি সূত্রের দাবি, ‘পুরভোটের প্রার্থী তালিকা ঠিক করতে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ সাংগাঠনিক জেলাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ শনিবারের মধ্যে তারা বিজেপির রাজ্য নেতৃত্বকে প্রার্থী তালিকা দেবে৷ রবিবার রাজ্য সভাপতি তথা  বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সেই প্রার্থী তালিকায় সিলমোহর দেবেন৷ যদিও তার বাস্তব ভিত্তি কতটা, তা প্রার্থী তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়৷

 

 

RELATED ARTICLES

Most Popular