Tuesday, July 1, 2025
Homeরাশিফলনভেম্বরে লক্ষ্মী লাভ ৫ রাশির ভাগ্যে

নভেম্বরে লক্ষ্মী লাভ ৫ রাশির ভাগ্যে

Follow Us :

কলকাতা: আজ আপনাকে কী কী মোকাবিলা চ্যালেঞ্জ করতে হতে পারে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? কী আছে আপনার ভাগ্যে? চন্দ্র আজ সূর্যের রাশি সিংহে বিচরণ করবে। আজ এন্দ্র যোগ, ব্রহ্ম যোগ ও মঘা নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। জ্যোতিষ অনুযায়ী এই শুভ সংযোগে কোনও কাজ করলে তা সফল হয়। জেনে নিন আজ মঙ্গলবার আপনার কেমন যাবে সারাদিন।

মেষ রাশি- মেষ রাশির জাতকরা বন্ধুদের কাছ থেকে কোনও লাভজনক লগ্নি প্রকল্প সম্পর্কে জানতে পারবেন এবং সেখানে লগ্নি করার পরিকল্পনা করে ফেলবেন। দিনের কিছু অংশ পরোপকারের কাজ করে কাটাবেন। আপনার উন্নতি দেখে তাঁরাও ঈর্ষান্বিত হবেন। নিজের মধুর স্বভাবের কারণে তাঁদের আপন করে নিতে পারবেন এই রাশির জাতক। সন্ধ্যাবেলা সন্তানের সঙ্গে কথাবার্তা বলে সময় কাটাবেন।

বৃষ রাশি- এই রাশির জাতকরা পারিবারিক অবসাদ ষেষ করার জন্য পরিবারের সদস্যের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আঘাত পেতে পারেন এই রাশির জাতক। তাই আপনাদের সতর্ক থাকতে হবে। সন্ধ্যা নাগাদ বাড়িতে কোনও অতিথি আগমন হতে পারে। এর ফলে পুরনো স্মৃতি সতেজ হবে। মন আনন্দে ভরে উঠবে।

মিথুন রাশি- এই রাশির জাতকরা বড়দের আশীর্বাদে বহুমূল্য সম্পত্তি পেতে পারেন। দীর্ঘদিন ধরে এই সম্পত্তি লাভের অপেক্ষায় ছিলেন আপনারা। সন্ধ্যা নাগাদ জোরে গাড়ি চালাবেন না। শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করবেন। অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলুন। এমন না-করলে অর্থাভাব দেখা দিতে পারে। প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে, এর ফলে আপনাদের মনোবল বাড়বে।

কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের কাছ থেকে পরিবারের কোনও সদস্য পরামর্শ চাইলে তা ভেবেচিন্তে দিন, তা না-হলে ভবিষ্যতে আপনার জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। বড়সড় পরিমাণে অর্থ লাভ হতে পারে। এর ফলে আপনাদের সঞ্চয় বাড়বে। পরিবারের সমস্ত সদস্যের প্রয়োজনীয়তা পূরণে সফল হবেন। অর্থ ব্যয় সম্ভব।

সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের আজকের দিনটি শুভ। সামাজিক কাজের সঙ্গে জড়িত জাতকরা অপ্রত্যাশিত সাফল্য লাভ করবেন। পেট ব্যথা, মাথা ব্যথার মতো সমস্যা উৎপন্ন হতে পারে। রাতে কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। প্রতিযোগিতার ক্ষেত্রে অগ্রসর হবেন। সন্তানের দায়িত্ব পূরণে সফল হবেন এই রাশির জাতক।

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা সুখকর পরিণাম পাবেন। যে কাজ হাতে নেবেন, তা পূর্ণ করুন। তা না-হলে সেই কাজ আটকে যেতে পারে। কারও সাহায্য করার সময়ে নিজের কাজে মনোনিবেশ করতে ভুলবেন না। এমন না-করলে সরকারি কাজ দীর্ঘায়িত হতে পারে। জীবনসঙ্গীর উন্নতি দেখে আনন্দি হবেন।

তুলা রাশি- তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। ব্যবসায়ী জাতকরা একাধিক ব্যবসা করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন। ছাত্রছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। মাধুর্য হারাবেন না, তা না-হলে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হতে পারে। ভেবেচিন্তে কথা বলুন। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে প্রতারণার শিকার হতে পারেন।

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকরা আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন। সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। এমন পরিস্থিতিতে তাঁকে বোঝার ও বোঝানোর চেষ্টা করুন। শ্বশুরবাড়ির সদস্যদের ভেবেচিন্তে টাকা ধার দিন। কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম।

ধনু রাশি- এই রাশির জাতকরা জীবনসঙ্গীকে পারিবারিক জিনিস কেনাকাটার জন্য নিয়ে যেতে পারেন। সাংসারিক সুখ বৃদ্ধি হবে। অর্থ লগ্নির আগে ভাই ও পিতার পরামর্শ নিন। চাকরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন। তবে পুরনো চাকরি বজায় রাখুন।

মকর রাশি- মকর রাশির জাতকরা ভালো কাজ করায় আনন্দিত থাকবেন। আর্থিক পরিস্থিতি আগের চেয়েও বেশি ভালো থাকবে। সন্ধ্যাবেলা কোনও ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করবেন। ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় সাফল্য লাভ করবেন। ব্যবসায়িক পরিকল্পনা করে থাকলে লাভান্বিত হবেন।

কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকের জীবনসঙ্গীর আকস্মিক শারীরিক কষ্ট দেখা দিতে পারে। যার ফলে অধিক দৌড়ঝাপ করতে হবে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। তা না-হলে ভবিষ্যতে প্রতারণার শিকার হতে পারেন। ভাইদের সঙ্গে বিবাদ চললে তা সমাপ্ত হবে।

মীন রাশি- এই রাশির জাতকরা সন্ধ্যা নাগাদ কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। কাছের বা দূরের যাত্রা করতে পারেন, যার ফলে আপনাদের লাভ হবে। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা আজ কোনও সংবাদ পাবেন। ছাত্রছাত্রীদের ওপর থেকে চাপ কমবে। তবে পরীক্ষার প্রস্তুতির জন্য কঠিন পরিশ্রম করতে হবে। তখনই সাফল্য লাভ সম্ভব।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। কলকাতা টিভি অনলাইন এটি নিশ্চিত করে না।)

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Muzaffarnagar | হিন্দুত্ববাদী ব/র্ব/রতা, রেস্তোরাঁয় ঢুকে জানতে চাওয়া হচ্ছে কর্মীদের ধর্মীয় পরিচয়
01:38:10
Video thumbnail
TMC | CPIM | খড়গপুরে বামপন্থী নেতাকে মা/র তৃণমূল নেত্রীর, ধু/ন্ধুমা/র কাণ্ডে বিরাট অভিযোগ
01:18:10
Video thumbnail
Kasba Incident | মনোজিতকে নিয়ে বি/স্ফো/রক এই প্রাক্তনী, দেখুন চাঞ্চল্যকর এই ভিডিও
01:36:31
Video thumbnail
India-Pakistan | ভারত-পাক সংঘ/র্ষে বিরাট মন্তব্য ভারতের নৌসেনা অফিসার ক্যাপ্টেন শিবকুমারের
01:17:05
Video thumbnail
Kasba Incident | বিগ ব্রেকিং, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ল' কলেজের ক্যাম্পাস
37:20
Video thumbnail
India-America | ভারতের ওপর শুল্ক হু/মকি, কত শতাংশ? দেখুন বড় খবর
57:56
Video thumbnail
India-America | ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, শুল্কে কত ছাড় পাবে ভারত? দেখুন বড় খবর
01:45:15
Video thumbnail
Kasba Incident | সাংবাদিক বৈঠকে সাউথ ক্যালকাটা ল' কলেজের পড়ুয়ারা, দেখুন সরাসরি
01:10:41
Video thumbnail
Weather Update | প্রবল দুর্যোগ, ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়? কবে মুক্তি?
03:46:35
Video thumbnail
Kolkata Metro | অফিস টাইমে ফের মেট্রো বিভ্রা/ট, প্রবল বৃষ্টিতে লাইনে জল, ব্যাহত আংশিক পরিষেবা
03:28:35

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39