ওয়েব ডেস্ক: আবারও তৈরি হচ্ছে বিরল লক্ষ্মী নারায়ণ রাজযোগ (Lakshmi Narayan Rajyog 2025)। বৈদিক জ্যোতিষ অনুসারে, নভেম্বর মাসে গ্রহরাজ বুধ ও শুক্রর যুগলবন্দীতে গঠিত হবে এই শুভ রাজযোগ (Horoscope Today)। পাঁচ বছর পর তুলা রাশিতে এই রাজযোগ তৈরি হতে চলেছে, যার ইতিবাচক প্রভাব পড়বে তুলা, মকর ও কুম্ভ রাশির জাতকদের জীবনে (Aajker Rashifal)।
এই সময়ে তুলা রাশির জাতকদের ব্যক্তিত্ব বৃদ্ধি, বিবাহ ও সামাজিক সম্মান অর্জনের সুযোগ আসবে। চাকরি বা ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রেও লাভের সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: ৭ রাশির শুরু হচ্ছে রাজ-যোগ, ভাগ্য হবে সোনায় মোড়ানো
মকর রাশির জাতকরা কর্মজীবনে বড় সাফল্য পাবেন। চাকরি পরিবর্তন বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরাও সম্পদ বৃদ্ধির ইঙ্গিত পাচ্ছেন।
কুম্ভ রাশির জাতকদের জন্য এই রাজযোগ বিশেষ শুভ। ভাগ্য তাঁদের পক্ষে থাকবে, ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে যোগ, বিদেশযাত্রা বা নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে।
জ্যোতিষীরা জানাচ্ছেন, নভেম্বর থেকেই শুরু হচ্ছে এই তিন রাশির জন্য ‘গোল্ডেন টাইম’, যা ২০২৫ সাল জুড়ে ইতিবাচক ফল বয়ে আনবে।
দেখুন আরও খবর:



