Placeholder canvas
HomeScrollবেবি বাম্প ঢাকা অনুষ্কার এই পোশাকের দাম জানেন?

বেবি বাম্প ঢাকা অনুষ্কার এই পোশাকের দাম জানেন?

Follow Us :

মুম্বই: বিশ্বকাপ নিয়ে মানুষের মধ্যে যেরকম উন্মাদনা ছিল, ঠিক সেরকমই ক্রিকেট তারকাদের স্ত্রীর পোশাক নিয়েও কিন্তু মানুষের মধ্যে বেশ কৌতূহল ছিল। বিশেষ করে বিরাট পত্নী অনুষ্কা শর্মাকে নিয়ে। কারণ, তাঁর ফ্যাশন সচেতনতা বরাবর চর্চায় থাকে। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে পোশাক পরে দেখা গিয়েছিল অনুষ্কাকে, সেই পোশাকের দাম জানলে হয়তো কিছুটা হতবাক হবেন!

এদিন অনুষ্কা প্রিন্টেড একটি সাদা ফ্লোরাল ড্রেস পরেছিলেন। হল্টার নেক পোশাক হলেও বেশ ঢিলেঢালা ছিল। যে পোশাকে অনায়াসে ঢেকে গিয়েছিল অনুষ্কার স্ফীতোদর। নিকোবর নামে অনলাইন ফ্যাশন অ্যাপেও অনুষ্কার এই ফ্লেয়ারড হল্টার ড্রেস রয়েছে। যার দাম ৭ হাজার ২৫০ টাকা।

আরও পড়ুন: ‘ধর্ষণ’ দৃশ্য নিয়ে গর্জে উঠলেন ‘তৃষা’ 

বিদেশি কোনও ফ্যাশন ব্র্যান্ড নয়, দেশি এক পোশাক সংস্থারই তৈরি এই ড্রেস। যা কিনা ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচের দিনের জন্য বেছে নিয়েছিলেন অনুষ্কা শর্মা। তাঁকে দেখতেও এদিন বেশ লাগছিল।

অন্য খবর দেখুন:

Colour Bar | ৫ ডিসেম্বর শুরু কলকাতা ফিল্ম ফেস্টিভাল, কারা কারা আসছে দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments