ব্যারাকপুর: উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার নৈহাটির গৌরীপুর সিং ভবনে সাংবাদিক বৈঠক ডেকে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁর অভিযোগ, রেলের দখলদারদের উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসনের দাবি করছেন। কিন্তু রাজ্যজুড়ে ফুটপাত দখল করে থাকা অবৈধ দখলদারদের ক্ষেত্রে উনি পুনর্বাসন দিচ্ছেন না। তাঁর আরও অভিযোগ, বিরোধীদের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিলেও, তৃণমূলের পার্টি অফিসগুলোকে ওয়ার্ড অফিসে পরিণত করা হচ্ছে। এবার বলপূর্বক হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় আন্দোলনে নামছে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা।
অর্জুন সিংয়ের দাবি, রুটিরুজি হারানো হকারদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের দাবিতে তাঁরা জোরদার আন্দোলনে নামবেন। পুলিশ কমিশনারের কাছে তাঁরা স্মারকলিপি জমা দেবেন। এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, শিল্পের জমিতে শিল্প হবার প্রতিশ্রুতি দিয়ে ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর কাঁচড়াপাড়া থেকে ডানলপ পর্যন্ত বন্ধ থাকা একটাও কারখানা খোলেনি। তাঁর দাবি, শিল্পাঞ্চলে ৭০ থেকে ৭২ টি কারখানা বন্ধ। তাছাড়া নতুন করে কারখানাও গড়ে ওঠেনি। লোকসভা ভোটের আগে গৌরীপুর জুটমিল খোলার মিথ্যা আশ্বাস দিয়ে ওরা ভোট আদায় করেছে।
আরও পড়ুন: ধস, হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলছে ধীরে
আরও খবর দেখুন