skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeScrollকুকুরের তান্ডবে ঘুম উড়েছে বাসিন্দাদের, জখম ৪৫

কুকুরের তান্ডবে ঘুম উড়েছে বাসিন্দাদের, জখম ৪৫

কুকুর আতঙ্কে ভুগছে গোটা এলাকা

Follow Us :

বসিরহাট: কুকুরের (Dog) তান্ডবে ঘুম কেড়েছে বসিরহাট পুরসভার (Basirhat Municipality) ১৪, নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষের। মহিলা শিশু সহ ৪৫ জন জখম হয়েছেন। কুকুর আতঙ্কে ভুগছে গোটা এলাকা। ভয়ে সিঁটিয়ে রয়েছেন গোটা এলাকার বাসিন্দারা। বসিরহাট পুরসভা ১৪ নম্বর ওয়ার্ডের মৈত্র বাগান এলাকায় গত ৪৮ ঘণ্টায় পাগলা কুকুরের তান্ডবে জখম হয়েছে ৪৫ জন। কাউন্সিলর ভাস্কর মিত্রের নেতৃত্বে এলাকাবাসীরা বাস লাঠি জাল নিয়ে দিনে দুপুরে পুকুরের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় বসিরহাটে বনদফতরকে খবর দেওয়া হয়েছে। এলাকাবাসীকে বলা হয়েছে, ঘরের বাইরে বেরলে সবার হাতেই লাঠি নিতে। এমিনিতেই বাড়ি থেকে কেউ তেমন বেরোচ্ছেন না, বলতে গেলে এ-যেন এক প্রকার অঘোষিত লকডাউন।

কুকুরের ভয়ে সিঁটিয়ে রয়েছেন গোটা এলাকা। কুকুরের ভয় এতটাই যে, ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যেতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা। বারির থেকে বের হওয়ার সময় হাতে লাঠি নিয়ে বের হতে হচ্ছে সবাইকে। কুকুরটিকে ধরার জন্য বসিরহাট পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র চেষ্টা করেছে। লাঠি ও জাল নিয়ে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন। এলাকাবাসীদের মতো ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কুকুর ধরে অন্যত্র নিয়ে যাওয়ার দায় কার, সেই নিয়ে পুরসভা ও বন দফতরের মধ্যে রেষারেষি চলছে।

আরও পড়ুন: হাসপাতালে রোগীর উপর আচমকাই ভেঙে পড়ল ফলস সিলিং

স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, বনদফতরকে এ বিষয়ে খবর দিলে, কুকুর ধরা তাদের আওতার মধ্যে পড়ে না বলে জানিয়েছেন। সেই কারণে স্থানীয় কাউন্সিলর ‘ডগ রিকভারি’ সংস্থার সঙ্গে যোগাযোগ করে কুকুরটিকে ধরার চেষ্টা করেছেন। তবে গত দুই দিনে প্রায় ৩০ থেকে ৪০ জন এলাকার সাধারণ মানুষকে কামড়ানোয় আর মানুষ যে যথেষ্ট আতঙ্কে আছেন তা বলাই বাহুল্য।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular