Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsকেরলের বিস্ফোরণে 'সুতলি' বোমা, ফরেনসিক রিপোর্ট

কেরলের বিস্ফোরণে ‘সুতলি’ বোমা, ফরেনসিক রিপোর্ট

মৃত বেড়ে ৩, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

Follow Us :

কোচি: কেরলের (Kerala) এরনাকুলাম জেলায় কলামেস্সেরিতে (Kalamassery) খ্রিস্টান প্রার্থনাসভায় বিস্ফোরণে ‘সুতলি’ বোমা (Sutli Bomb) ব্যবহার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। ফরেনসিক (Forensic) বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিস্ফোরণে দেশি বোমা (Crude Bomb) ব্যবহার করা হয়েছে। অত্যন্ত কমজোরি বিস্ফোরক এবং পেট্রল (Petrol) দিয়ে তৈরি করা হয় ওই বোমা। ঘটনার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করা দোমিনিক মার্টিনও স্বীকার করেছে ওই কথা।

পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, বোমাটি তৈরি করা হয়েছে বাজির মশলা দিয়ে। তাতে ৭-৮ লিটার পেট্রল ছিল। রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেম হিসেবে মোবাইল ফোন ব্যবহার করা হয়। অর্থাৎ দোমিনিক ঘটনাস্থলের ৫০০ মিটারের মধ্যেই ছিল। সন্ত্রাস দমন বিভাগের এক অফিসার জানিয়েছেন, এটা ‘সুতলি’ বোমা ছিল। বাজি তৈরির মশলা আর পেট্রল দিয়ে তৈরি করা হয়েছে। সে কারণেই কনভেনশন সেন্টারে আগুন ধরে যায়।

আরও পড়ুন: সেলেই রাত কাটল, সকাল থেকে জেরা শুরু বালুকে

রবিবার সকালের ওই ঘটনায় ১২ বছরের এক নাবালিকাসহ তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, মার্টিন সুতলি বোমা তৈরি শিখেছিল ইন্টারনেট ঘেঁটে। সুতলি অথবা জোড়া বোমা দেশে খুবই জনপ্রিয়। উৎসব-অনুষ্ঠানে এই বোমা ব্যবহার করা হয়। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে কেরল পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। রাজীবের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের তোষণনীতিকে দায়ী করেছিলেন। পুলিশের সাইবার সেল তাঁর বিরুদ্ধে ঘৃণা বাক্য ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনেছে।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular