Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসেলেই রাত কাটল, সকাল থেকে জেরা শুরু বালুকে

সেলেই রাত কাটল, সকাল থেকে জেরা শুরু বালুকে

সোমবার রাতে বাড়ির খাবার খেয়েছেন জ্যোতিপ্রিয়

Follow Us :

কলকাতা: সেলেই রাত কাটল বালু। সোমবার রাতেই হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্স। রাতে ইডির (ED) সেলে আলাদা ভাবে থাকার ব্যবস্থা করে হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই বালুকে জেরা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বালুর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় মন্ত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ সোমবার রাতে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল থেকে মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) নিয়ে যায় ইডির আধিকারিকরা। রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রীকে আজ সকাল থেকেই ইডি আধিকারিকরা জেরা শুরু করেছেন। তাঁর আপ্ত সহায়ক ও ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও রয়েছে। তাদের বয়ানের সঙ্গে বালুর বয়ান মিলিয়ে দেখা হতে পারে। আগামী ১০ দিনই মন্ত্রীকে ইডির ম্যারাথন জেরার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: জেলায় জেলায় কমবে শীতের আমেজ, ঊর্ধ্বমুখী হবে পারদ

সোমবার রাতে বাড়ির খাবার খেয়েছেন জ্যোতিপ্রিয়। রাত সাড় ১০টার পরে সিজিও কমপ্লেক্সে ঢোকেন তিনি। তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। তবে বাবার সঙ্গে তেমন ভাবে কোনও কথা হয়নি। নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন মন্ত্রী। নিরাপত্তার দায়িত্বে ২জন কেন্দ্রীয় জওয়ান ও ১ জন রাজ্য পুলিশের কনস্টেবল। ইডি সূত্রের খবর, পরিবারের থেকে জামা কাপড়ও খাবর পাঠানো হয়েছিল জ্যোতিপ্রিয়র। তাঁকে বাড়ির খাবারই (Homemade food)দেওয়া হয়েছে। মন্ত্রীর খাবার আগে পরীক্ষা করে দেখেন মেয়ে প্রিয়দর্শিনী। মঙ্গলবার সকালে লিকার চা ও বিস্কুট দিয়ে তিনি প্রাতরাশ করেছেন বলে খবর।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular