কলকাতা: রাজ্যের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে। বাংলার আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল। আর তারপরই এক্স হ্যান্ডেলে রাজ্যপাল লিখলেন, ‘আর্থিক ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ’। এ নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। তার মধ্যেই রাজ্যপালের এই মন্তব্য নতুন করে রাজ্যপাল-নবান্ন সংঘাতে জড়াল।
আরও পড়ুন:
রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন বোস। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমনের সঙ্গে বৈঠকের পরই রাজ্যপালের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজভবনের তরফে জানানো হয়েছে, মৎস্য বিষয়ক ক্ষেত্রে দেশের আর্থিক উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে রাজ্যপাল-অর্থমন্ত্রীর। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজ গুলি রাজ্যে কতটা বাস্তবায়িত হচ্ছে তা তার উপর নজরদারির প্রস্তাব দিয়েছেন বোস।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, ধস নেমে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বোস বলেছেন, সব সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ভাঙনের মুখে। এই পরিস্থিতি দেখতে খুবই খারাপ লাগছে। বিধানের ১৬৭ অনুচ্ছেদ অনুযায়ী এই বিষয়ে আলোচনা করার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক করার কথা বলছি এবং রাজ্যের আর্থিক বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক করার কথা বলছি।
West Bengal facing financial breakdown ; Governor demands emergency cabinet and issue of White paper. pic.twitter.com/eeWj7CtRBo
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) June 29, 2024
দেখুন ভিডিও