কলকাতা: কলকাতায় পা রেখেছে এড শিরান (Ed Sheeran)। শহরে ফিরেই সোজা ছুটে গেলেন অরিজিৎ সিংয়ের (Arijit Singh) মুর্শিদাবাদের জিয়াগঞ্জে (Murshidabad Jiaganj ) বাড়িতে। গায়কের বাড়িতে বেশ কিছুক্ষণ বাড়িতে ছিলেন এই ব্রিটিশ পপস্টার। আর সেখানেই যা কাণ্ড ঘটালেন দুই কিংবদন্তি তা চমক লাগার মতো। ব্রিটিশ পপস্টার এড শিরান যে ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের অন্ধভক্ত, তা বলার অপেক্ষা রাখে না। গত সেপ্টেম্বর মাসেই লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন অরিজিৎ সিং। দুই সুপারস্টারের গায়কের যুগলবন্দির দেখে মুগ্ধ হয়েছিলেন শ্রোতা-অনুরাগীরাও।
View this post on Instagram
আরও পড়ুন: বেঙ্গালুরু কনসার্টে শিল্পা রাওয়ের সঙ্গে মঞ্চ মাতালেন এড শিরান
বেঙ্গালুরু থেকে শিলং যাওয়ার জন্য যখন কলকাতায় নামেন তখন তিনি সোজা সেখান থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে চলে আসেন অরিজিৎ সিংয়ের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করবেন বলে। গায়কের বাড়িতে বেশ কিছুক্ষণ বাড়িতে ছিলেন এই ব্রিটিশ পপস্টার। এরপর বিকেলে নিজের স্কুটিতে করেই এড শিরানকে নিয়ে বেড়িয়ে পড়েন অরিজিৎ। পড়ন্ত বিকেলে তাঁদের গঙ্গাবক্ষে নৌকাবিহার করতে দেখা যায়। এড শিরানের তাঁকে নিয়ে এদিন সূর্যাস্তের সময় গঙ্গাবক্ষে নৌকাবিহার করেন অরিজিৎ। ৩০ মিনিট ধরে নৌকা চড়েন তাঁরা। দুই গায়ককে দেখতে গঙ্গাপারে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। এই দিন নানা টুকরো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
অন্য খবর দেখুন