ওয়েব ডেক্স: লাদাখে (Ladakh) চীনের (China) দখলদারির দাবি, চিনে ভারতের বিদেশ মন্ত্রকের সেই দাবি পরিবেশের ওপর কঠোর মনোভাব করে আসা মোদি সরকারের দাবির প্রেক্ষিতে বারংবার প্রশ্ন উঠছে, আদৌ কি সত্যিই হয়েছিল এয়ার স্ট্রাইক? প্রশ্ন উঠলে তার উত্তর দেবে কারা? আগামী ২৭ ডিসেম্বর চীনের সংবাদ মাধ্যমে জানানো হয় দেশের উত্তর পশ্চিম ভাগে দুটি নতুন প্রদেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন: ফের গ্রেফতার ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী
যার মধ্যে একটি হেকাং প্রদেশ ও হেয়ান প্রদেশ। এই দুই প্রদেশ পরিচালনা করা হবে হেতান প্রদেশ থেকে। চিনা কমিউনিস্ট পার্টি ও স্টেট কাউন্সিল নতুন প্রদেশের অনুমোদন দিয়েছে বলে দাবি করা হচ্ছে। চীনের তরফে দাবি করা এই দুই প্রদেশের মধ্যে পড়ছে লাদাখের কিছু অংশ। ২০২০ সাল নাগাদ এলএসি পার করে ভারতীয় ভূখণ্ডের লাদাখের কিছু এলাকায় অনুপ্রবেশের অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে।
তার মধ্যে ১৫ জুন গালওয়ানে চিনা ফৌজের হামলায় নিহত হন ২০ ভারতীয় সেনা। আবার পাল্টা হামলায় প্রাণ হারান বেশ কিছুজন চিনা সেনাও। এমন দাবি করা হয় যে, চীনের এলাকায় ঢুকে চিন সেনাদের মেরে এসেছে ভারতীয় সেনা। সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করে বারবার নিজের দিকেই সুর তুলেছে মোদি সরকার। তবে সেই দাবি যে অন্তঃসারশূন্য তার প্রমান মিলল চীনের ঘোষণা থেকেই।
দেখুন আরও খবর: