কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিঠির পরেই তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। আইটি পরিকাঠামো নিয়ে কার কোথায় অসুবিধা হচ্ছে তা নিয়ে জেলাশাসকদের মতামত চাইল কমিশন। দুপুর একটা থেকে নির্বাচন কমিশনের তরফে যে ভার্চুয়াল বৈঠক করা হয় সেই বৈঠকেই প্রত্যেক জেলায় কি কি অসুবিধা হচ্ছে আইটির কাজে তা নিয়ে মতামত নেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। “আইটি সংক্রান্ত আপনারা যা যা প্রস্তাব পাঠাবেন তা কার্যকর করে দেওয়া হবে।জেলাশাসকদের সঙ্গে বৈঠকে জানাল জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী আইটি পরিকাঠামো নিয়ে গত তিন তারিখের পাঠানো চিঠিতে সরব হয়েছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
কমিশন সূত্রের খবর, জেলাশাসকদের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, “আপনাদের এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নয় যতটা পারবো চিঠির মাধ্যমে জানিয়ে দেব।” প্রসঙ্গত হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে একাধিক নির্দেশ দেওয়া হচ্ছে বলে গত ৩ তারিখের পাঠানো চিঠিতে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন লিখিত নির্দেশ দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জেরেই তৎপর কমিশন। “যতটা সম্ভব হবে লিখিত চিঠি বা লিখিত নির্দেশিকা দেওয়া হবে।” জেলাশাসকদের বৈঠকে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশন এর আধিকারিকদের উপস্থিতিতেই দিল্লি থেকেই বলে কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন: অর্মত্য সেনকেও শুনানির নোটিস পাঠাল নির্বাচন কমিশন
আনম্যাপ ভোটারদের পর এবার লজিকাল ডিসক্রিপন্সি আওতায় থাকা ভোটারদের নোটিশ ইস্যু করার নির্দেশ কমিশনের। আজ থেকেই নোটিশ ইস্যু করার নির্দেশ জেলাশাসকদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ জেলাশাসকদের। রাজ্যে বর্তমানে লজিকাল ডিসক্রিপন্সি এর আওতায় রয়েছে প্রায় ৯৪ লক্ষ ৪৯ হাজার ভোটার। লজিক্যাল ডিসক্রিপন্সি কে একাধিক ক্যাটাগরিতে ভাগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রত্যেকটি ক্যাটাগরিতেই থাকা ভোটারদের নোটিশ ইস্যু করার নির্দেশ। বানানে ভুল থাকার কারণে হেয়ারিং এ আসতে হবে নাকি সেটা জানিয়ে দেওয়া হবে। আগামী ১৩ জানুয়ারি থেকে লজিক্যাল ডিসক্রিপন্সি এর আওতায় থাকা ভোটারদের শুনানি শুরু হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর।







