skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeScrollঅবসরকালীন ভাতা পাবেন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও, জারি সরকারি বিজ্ঞপ্তি
Bratya Basu

অবসরকালীন ভাতা পাবেন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও, জারি সরকারি বিজ্ঞপ্তি

চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এর সুবিধা পাবেন বলে দাবি শিক্ষামন্ত্রীর

Follow Us :

কলকাতা: চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও (Contractual Education Workers) অবসরের সময়ে পাবেন এককালীন ভাতা। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারীদের অবসরের (Contractual Education Workers 5 Lakh Retirement) সময়ে এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করেছিল সরকার। পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। সেই তালিকায় এবার যুক্ত হলেন শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীরাও। এদিনই এ ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে। 

আরও পড়ুন: আর দুবছর বাঁচব, জামিন দিন, হাইকোর্টে কেঁদে ফেললেন মানিক

ব্রাত্য জানান, শিক্ষা দফতরের অধীনে থাকা প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে ও এমএসকে-র কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ১ এপ্রিল থেকেই নয়া সুবিধা কার্যকর হবে। ১ এপ্রিল থেকে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরাও এককালীন ভাতার বর্ধিত অঙ্ক পাবেন। সব মিলিয়ে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এর সুবিধা পাবেন বলে শিক্ষামন্ত্রী দাবি করেন। 

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular