Tuesday, September 23, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollপুজোর দিনে রাতে পাবেন মেট্রো, কখন শুরু পরিষেবা, জেনে নিন
Kolkata Metro

পুজোর দিনে রাতে পাবেন মেট্রো, কখন শুরু পরিষেবা, জেনে নিন

পুজোতে ব্লু ও গ্রিন লাইন কখন পরিষেবা মিলবে? দেখে নিন

কলকাতা: পুজোর কাউনডাউন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরের বড় বড় বেশ কয়েকটি পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ সারারাত ধরে প্যান্ডেল হপিং। প্রতি বছর পুজোর সময় রাতেও পরিষেবা চালু রাখে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। রাতভর চলে কলকাতার মেট্রো। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। পুজোর মূল চারটি দিন ব্লু লাইনে (Blue Line Metro) অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরম সপ্তমী, অষ্টমী, নবমীতেও সারারাত চলবে মেট্রো। মঙ্গলবার তার সময়সূচি প্রকাশ করল কর্তৃপক্ষ। সেইসঙ্গে পঞ্চমী ও ষষ্ঠীর দিন কখন মেট্রো চলবে, তাও জানানো হয়েছে। এছাড়াও, গ্রিন লাইন (GreenLine Metro)-এর পরিষেবাও মধ্যরাতের পরেও বাড়ানো হয়েছে।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)

পঞ্চমী – সকাল ৮টা থেকে রাত ১১টা (৬ থেকে ৭ মিনিট ব্যবধান)
ষষ্ঠী – সকাল ৯টা থেকে রাত ১১টা (৬ থেকে ৭ মিনিট ব্যবধান)
সপ্তমী – দুপুর ১টা থেকে ভোর ৪টে
অষ্টমী – দুপুর ১টা থেকে ভোর ৪টে
নবমী – দুপুর ১টা থেকে ভোর ৪টে
দশমী – দুপুর ১টা থেকে রাত ১০টা

আরও পড়ুন: মহানগরের মহাপুজোয় দমদম পার্ক তরুণ দল

এই বছর গ্রিন লাইনের পরিষেবা মধ্যরাতের পরেও চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, তারা ভোর পর্যন্ত গ্রিন লাইন চালু রাখার চেষ্টা করছেন।

গ্রিন লাইন (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)

পঞ্চমী – (আপ) সকাল ৭.৩০ থেকে রাত ১১টা, (ডাউন) সকাল ৭.৪৪ থেকে রাত ১১.১৬
ষষ্ঠী – (আপ)সকাল ৯টা থেকে রাত ১১.২৮, (ডাউন) সকাল ৯.০২ থেকে রাত ১১.২০
সপ্তমী – (আপ) দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮
অষ্টমী – (আপ) দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮
নবমী – (আপ) দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮
দশমী – (আপ) দুপুর ১ টা থেকে রাত ১০টা, (ডাউন) দুপুর ১.৩২ থেকে রাত ১০.৩২

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News