আগের হোম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়ে ছিল অনভিজ্ঞ জার্মানিকে। শুক্রবার দ্বিতীয় হোম ম্যাচেও ৩-১ গোলে হারালো জার্মান দলকে। আর সেই জয় এফ আই এইচ ( IFH ) প্রো হকি লিগের শেষেও ভারতীয় দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে রেখে দিল।
ভারতের হয়ে গোল তিনটি করলেন – সুখজিত সিং (১৯ মিনিট), বরুণ কুমার ( ৪১ মিনিট) আর অভিষেক (৫৪মিনিটে)। জার্মানি গোলের ব্যবধান কমায় দুই গোল হওয়ার পর। আন্টন বোয়েকেল (৪৫ মিনিটে) জার্মানির গোলটি করেন (১-২)। এরপর ভারত আবার একটি গোল করে।
🌀FIH Pro League
Check out the latest 2021–22 Men’s FIH Pro League Pool Standings here➡️#FIHProLeague | #ProLeague#Hockey | #MensHockeyhttps://t.co/k6Zj7iuKsM
— DragFlick™ (@thedragflick) April 14, 2022
পয়েন্ট টেবিলের পয়লা নম্বর স্থানে বসে – ১২ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে। আর দ্বিতীয় স্থানে। তাদের সংগ্রহ ১০ ম্যাচে ১৭ পয়েন্ট।
FIH Hockey Pro League 2022: India Defeat Germany 3–1, Stay Top of the Tablehttps://t.co/6ROJyx1bvX#FIHHockeyProLeague #India #Germany #Hockey #HockeyIndia
— LatestLY (@latestly) April 16, 2022
এই জার্মানি দলের ২২ জনের মধ্যে প্রায় এক ডজন খেলোয়াড়দের এই দুটি ম্যাচে অভিষেক হল। একেবারেই আনকোরা দল। অভিজ্ঞতার দৌড়ে এগিয়ে ভারতের খেলোয়াড়রা।
ছবি:সৌ-টুইটার।