ওয়েবডেস্ক- বাংলার জন্য মাইলফলক, রাজ্যে প্রথম এআই হাব (AI Hub) তৈরি করছে আইটিসি ইনফোটেক (ITC Infotech) । পাঁচ হাজার কর্মসংস্থানের সুযোগ রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)।
রাজারহাটের নিউ টাউন (New Town) অ্যাকশন এরিয়া-থ্রি (Action Area-Three) এলাকায় আইটিসি ইনফোটেকের ১৭ একর জমিতে নির্মিত এআই ও আইটিইএস ক্যাম্পাসের জন্য স্থানীয় পুরসভা ‘অকুপ্যান্সি সার্টিফিকেট’ (Occupancy Certificate) জারি করল।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাংলা থেকে জাতীয় তথা আন্তর্জাতিক স্তরের প্রযুক্তিনির্ভর বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। আইটিসি-র ওই ভবন থেকে অন্তত ৫ হাজার পেশাদার কর্মী কাজ করতে পারবেন।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনকেডিএ) কর্তৃক নিউ টাউনের অ্যাকশন এরিয়া-থ্রি এলাকায় অবস্থিত আইটিসি লিমিটেডের বিশ্বমানের আইটি অ্যান্ড আইটিইএস (ইনফর্মেশন টেকনোলজি এন্যাবল্ড সার্ভিসেস) ক্যাম্পাসের জন্য ‘অকুপ্যান্সি সার্টিফিকেট’ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরাক্রম, প্রতিরক্ষা সামগ্রী কিনতে চায় ব্রাজিল
এই সেন্টারটি হিডকোর বরাদ্দ ১৭ একর জমির উপর তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আইটিসির এই ক্যাম্পাসে তিনটি প্রধান ভবন রয়েছে, একটি আকাশচুম্বী অফিস টাওয়ার, একটি ব্যবসায়িক সহায়তা কেন্দ্র এবং একটি নলেজ ক্যাম্পাস। মোট ১৪.৫ লক্ষ বর্গফুটেরও বেশি আয়তনে গড়ে ওঠা এই প্রকল্পে বিনিয়োগ হয়েছে প্রায় ১,২০০ কোটি টাকা। পাঁচ হাজারেরও বেশি পেশাদারের জন্য এটি সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করা একটি বড় প্ল্যাটফর্ম।
উল্লেখ্য, অকুপ্যান্সি সার্টিফিকেট হল পুরসভার জারি করা নথি। দখলদারিত্বের একটি শংসাপত্র, যা একটি অকুপেন্সি পারমিট বা ব্যবহার এবং দখলের শংসাপত্র নামেও পরিচিত, স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটি অফিসিয়াল নথি। এর মাধ্যমে একটি বিল্ডিং সমস্ত বিল্ডিং কোড এবং আইন মেনে চলে এবং এটি দখলের জন্য নিরাপদ, পুরসভার সমস্ত নিয়ম মেনে তৈরি হয়েছে।
দেখুন আরও খবর-