কলকাতা: রবিবার সাধারণ দিনের তুলনায় কম মেট্রো চলে। ছুটির দিন বলে কথা। সেই জন্য। কিন্তু যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে সাধারণ দিনের মত মেট্রো পরিষেবা না মিললেও, মেট্রো পরিষেবা থেকে বঞ্চিত হন না সাধারণরা। তবে এবার পর পর দুই সপ্তাহের রবিবার বন্ধ থাকতে চলেছে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের পরিষেবা। আজ অর্থাৎ শুক্রবার মেট্রোর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানও হল সেই কথা। জানুয়ারির ১২ এবং ১৯ তারিখ মিলবেনা গ্রিন লাইন মেট্রো পরিষেবা।
কিন্তু কেন?
আরও পড়ুন: গাছ তলায় অঙ্গনওয়ারি কেন্দ্র, খিচুড়ির বদলে মিলছে ফেনাভাত
মেট্রোর তরফ থেকে জানানো হয় ইন্টারলকিংয়ের কাজের জন্য সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত লাইনে আগামী দুই রবিবার কোনও মেট্রো চলবে না। যেহেতু রবিবার অফিস ভিড় কম থাকে সেই কথাকেই মাথায় রেখে মেট্রোর তরফ থেকে রবিবার দিনটা বাছাই করা হয়েছে মেট্রোর কাজের জন্য।
মেট্রোর তরফ থেকে যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে আরও জানানও হয়েছে, ওই দুই দিন কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসির পরীক্ষামূলক প্রয়োগ চলবে।
দেখুন অন্য খবর