Friday, January 9, 2026
HomeScrollআমেরিকায় ফের বন্দুবাজের হামলা! মৃত ২, আহত ৬
America

আমেরিকায় ফের বন্দুবাজের হামলা! মৃত ২, আহত ৬

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত

ওয়েব ডেস্ক : আমেরিকায় (America) ফের বন্দুবাজের হামলা (Gunman Attack)। এবার একটি গির্জার বাইরে ঘটল এই হামলার ঘটনা। ঘটনায় ২ জনের মৃত্যু (Death) হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, আমেরিকার উটাহ শহরের সল্ট লেক সিটির একটি গির্জার বাইরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই সময় এলাকায় ভিড় জমিয়েছিলেন একাধিক মানুষ। সেই ভিড়কে লক্ষ্য করেই এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ।ঘটনায় আততায়ীর গুলিতে মৃত্যু হয় দু’জনের। আহত হন আরও ৬ জন।

আরও খবর : দীপু দাস কাণ্ডের মূল ষড়যন্ত্রকারী ইয়াসিনকে ধরল বাংলাদেশের পুলিশ

এই হামলার পরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে সেখানে তড়িঘড়ি গিয়ে পৌঁছয় পুলিশ (Police)। দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলা হয়। কিন্তু সেখানে থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার পরেই আহতদের ভর্তি করানো হয় হাসপাতালে। সেখানেই আপাতত তাঁরা চিকিৎসাধীন বলেই জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, এই হামলার সময় প্রচুর মানুষ ছিলেন এলাকায়। সেই ভিড়কে লক্ষ্য করেই হামলা চালায় ওই দুষ্কৃতী। সেই কারণেই বেশ কয়েকজনের মৃত্যু ঘটনা ঘটেছে । ইতিমধ্যে আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এই প্রথম নয়, প্রায় সময় আমেরিকায় এমন বন্দুকবাজের হামলার খবর সামনে আসে। যার জেরে আগেও বহু মানুষের মৃত্যু। সেই সব ঘটনার মতো আরও একটি ঘটনা সামনে এল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News